ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিরিয়ায় যৌন নির্যাতনের শিকার বাংলাদেশি নারীরা

প্রকাশিত: ০৭:৪৫ এএম, ১৩ মার্চ ২০১৬

যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ায় যৌন নির্যাতনের শিকার হচ্ছেন পাচার হয়ে যাওয়া বাংলাদেশি নারীরা। শুধু বাংলাদেশি না এই তালিকায় আছেন নেপাল, ফিলিপাইন, ইন্দোনেশিয়ানহ বেশ কয়েকটি দেশের নারীরা।

এদের মধ্যে বেশিরভাগ নারীই প্রতারণার শিকার হয়েছেন। তাদেরকে গৃহকর্মী হিসেবে জর্ডানে চাকরি দেয়ার কথা বলে পাচারকারীরা সিরিয়ায় বিক্রি করে দিচ্ছে।

এমন প্রতারণার শিকার হয়েছেন বাংলাদেশের শাহিনুর বেগম। রাজধানী ঢাকার একটি হাসপাতালের বেডে অসহনীয় যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। সেই ভয়াবহ দিনগুলোর কথা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন তিনি।

এ সম্পর্কে তিনি বলেন, সাত মাস ধরে সিরিয়ায় যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে আমাকে। যৌনদাসী হিসেবে সিরিয়ার এক ব্যক্তির কাছে আমাকে বিক্রি করে দেয়া হয়েছিল। তিনি প্রতিদিন আমার ওপর নির্যাতন চালাতেন। মাঝে মাঝে তিনি তার বন্ধুদের নিয়ে আমার ওপর পাশবিক নির্যাতন চালাতেন।

আমি তার কাছে অনেক অনুরোধ করেছি কিন্তু ছেড়ে দেয়ার পরিবর্তে তারা আমাকে প্রচণ্ডভাবে মারধোর করেছে। তারা মেরে আমার হাত ভেঙে দিয়েছে।

শাহিনুরের মতোই নির্যাতনের শিকার আরেক নারী নেপালের সুনিতা মাগার। তাকে কুয়েতে চাকরি দেয়ার কথা বলে সিরিয়ার দামেস্ক শহরে বিক্রি করে দিয়েছিল পাচারকারীরা। সেখানে তাকে মাত্র এক বেলা খাবার দেয়া হতো। আর দিনরাত অমানবিক নির্যাতন করা হতো। এত কষ্টের মধ্যেও একটু কাঁদতে পারতেন না। মুখ বুজে সব নির্যাতন সহ্য করতে হয়েছে। তিনি ১৩ মাস একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করেছেন।

টিটিএন/এমএস