ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় চীনের বিরোধিতা

প্রকাশিত: ০৮:৪৪ এএম, ১৭ মার্চ ২০১৬

পরমাণু ও রকেট পরীক্ষার জন্য উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে আরোপিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় বলছে, চীন উত্তর কোরিয়ার বিরুদ্ধে যেকোনো ধরনের একতরফা নিষেধাজ্ঞার বিরোধী। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ের সময় মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং এসব কথা বলেন। পিয়ংইয়ংয়ের নির্ধারিত কিছু বাণিজ্যিক লেনদেনের ওপর নিষোজ্ঞার আওতা বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। এতে যুক্তরাষ্ট্র থেকে উত্তর কোরিয়ায় পণ্য সামগ্রী রফতানিতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

উত্তর কোরিয়ার বৃহত্তর ব্যাবসায়ীক অংশীদার চীনের শক্তিশালী প্রতিশ্রুতি ছাড়া পিয়ংইয়ংয়ের ওপর আরোপিত বাণিজ্য নিষেধাজ্ঞা অকার্যকর হবে বলে বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

গত ৬ জানুয়ারি উত্তর কোরিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পারমাণবিক পরীক্ষা চালায়। এছাড়া পরের দিন রকেট পরীক্ষাও চালায় পিইংইয়ং। এর জেরে গত মাসে উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের আরোপিত নতুন এক নিষেধাজ্ঞায় স্বাক্ষর করে চীন।

এসআইএস/আরআইপি