মালয়েশিয়ার সংবাদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইডার’ বন্ধ ঘোষণা
সংবাদভিত্তিক ওয়েবসাইট দ্য মালয়েশিয়ান ইনসাইডার বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সমালোচনা করে খবর প্রকাশের পর সরকারের পক্ষ থেকে ব্লক করে দেয়া হয় সংবাদভিত্তিক ওয়েবসাইট মালয়েশিয়ান ইনসাইডার।
গত বছর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সম্পাদক জাহাবার সাদিকসহ ওয়েবসাইটটির আরো দুই সম্পাদককে গ্রেফতার করা হয়েছিল। সংবাদ প্রতিষ্ঠানের ওপর সরকারের কড়াকড়ি আরোপের অংশ হিসেবে চলতি বছরের ফেব্রুয়ারিতে সংবাদ পোর্টালটি ব্লক করে দেয়া হয়। এমন অবস্থায় ওয়েবসাইটি বন্ধ করে দেয়ার ঘোষণা দেয় মালয়েশিয়ান ইনসাইডার কর্তৃপক্ষ।
মালয়েশিয়ান ইনসাইডারের সম্পাদক জাহাবার সাদিক সোমবার জানান, বাণিজ্যিক কারণে পোর্টালটি বন্ধ করে দেয়া হয়েছে। বেশ কিছুদিন ধরে ওয়েবসাইটটিতে বিজ্ঞাপন না দেয়ার জন্য বিভিন্ন রাষ্ট্রায়ত্ত্ব কোম্পানিকে সরকারের পক্ষ থেকে চাপ দেয়া হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি।
এক বিদায়ী নোটে জাহাবার সাদিক বলেন, ‘কাছের ও দূরের সব পাঠক যারা সরকারের পক্ষ থেকে ব্লক হওয়ার পরও আমাদের পড়েছেন তাদেরকে বিদায়। মালয়েশিয়ায় দ্য মালয়েশিয়ান ইনসাইডারের কার্যক্রম শেষ হচ্ছে। তবে বিশ্বে কিংবা মালয়েশিয়ায় কী ঘটছে তা নিয়ে আমি কখনও আমার কলম থামবে না, আমার ক্যামেরা নামাবো না, মুখ বন্ধ করব না কিংবা কানে কিছু গুঁজে রাখব না। আর একইরকম কাজ করার জন্য আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি।’
এসএইচএস/এবিএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ পশ্চিমবঙ্গে ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ, পুলিশের ডিজি-কমিশনারকে শোকজ
- ২ মধ্যপ্রাচ্যে ভালো-মন্দের মাঝে অনিশ্চিত ভবিষ্যৎ
- ৩ অস্ট্রেলিয়ায় বন্দুক হামলার সন্দেহভাজনরা ভারতীয়-অস্ট্রেলীয় নাগরিক?
- ৪ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে উদযাপিত হলো মহান বিজয় দিবস
- ৫ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার আগ মুহূর্তে আটক হলেন ভারতীয় বংশোদ্ভূত নারী