ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নওয়াজকে পাক সেনাপ্রধানের আল্টিমেটাম

প্রকাশিত: ০৭:৩৬ এএম, ১৯ ডিসেম্বর ২০১৪

পাকিস্তানের কারাগারে আটক থাকা জঙ্গিদের ৪৮ ঘন্টার মধ্যে ফাঁসি দিতে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে আল্টিমেটাম দিয়েছে দেশটির সেনাবাহিনী প্রধান। পাকিস্তানের সেনা প্রধান জেনারেল রাহিল শরীফ বুধবার এক টুইটার বার্তায় বলেন, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে বলছি ৪৮ ঘণ্টার মধ্যে তিন হাজার সন্ত্রাসীর মৃত্যুদন্ড কার্যকর করতে হবে।

পেশোয়ার ট্রাজেডির পর তালেবানদের বিরুদ্ধে চরম প্রতিশোধ নেয়ার হুমকি দিয়ে জেনারেল শরীফ টুইটে আরও লেখেন, পাকিস্তান সেনাবাহিনী তোমাদের সন্ধানে আসবে এবং তোমাদের ধ্বংস করবে। তারা নারী ও শিশুদের লক্ষ্যবস্তু করবে না। তারা তোমাদের মত কাপুরুষ নয়।এছাড়া জঙ্গিবিরোধী চলমান লড়াইয়ে টুইটারে পাকিস্তানের সাধারণ জনগণের সমর্থন চেয়েছেন জেনারেল শরীফ।

তিনি বলেন, ‘প্রিয় পাকিস্তানের জনগণ উঠে দাঁড়ান ও সমর্থন করুন। পাকিস্তান সেনাবাহিনী এখন জারবে আজব এবং খাইবার ১ অভিযানে। আমরা আমাদের মাতৃভূমি থেকে টিটিপিকে অবশ্যই নির্মূল করবো। ‘এছাড়া টুইটে তেহরিক ই তালিবানের (টিটিপি) প্রতিও চরম হুঁশিয়ারি দিয়েছেন রাহিল শরীফ, ‘টিটিপির জন্য বার্তা।

তোমরা আমাদের শিশুদের হত্যা করেছো, এখন তোমাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ পরিণতি। এর মূল্য দেয়ার জন্য প্রস্তুত হও। পাকিস্তান সেনাবাহিনী নিহত প্রত্যেক ছোটো ফেরেশতার  প্রত্যেক ফোঁটা রক্তের প্রতিশোধ নেবে। এটা আমার অঙ্গীকার।