কাজাখস্তান সফরে পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন/ ছবি: এএফপি
কাজাখস্তানে দুই দিনের সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বুধবার তিনি কাজাখস্তানে পা রাখেন। রাশিয়ার রাষ্ট্রীয় প্রচারমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। মধ্য এশিয়ার দেশটির সঙ্গে সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যেই পুতিন এই সফর করছেন বলে ধারণা করা হচ্ছে।
দুই দিনের এই সফরে কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভের সঙ্গে বৈঠক করবেন পুতিন। এছাড়া কাজাখস্তানের রাজধানী আস্তানায় মস্কো-নেতৃত্বাধীন সিএসটিও নিরাপত্তা জোটের একটি বৈঠকেও অংশ নেবেন তিনি।
এর আগে গত জুনে ভিয়েতনামে সফর করেছেন পুতিন। রাশিয়ার বেশ কয়েকজন শীর্ষ মন্ত্রী এবং ব্যবসায়িক ব্যক্তিত্বের একটি বড় প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে সফর করেন তিনি।
ভিয়েতনামে সফরের একদিন আগে পিয়ংইয়ং পৌঁছান পুতিন। সে সময় বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। পুতিনকে বিমানবন্দরে স্বাগত জানান কিম।
২৪ বছরের মধ্যে উত্তর কোরিয়ায় এটাই ছিল পুতিনের প্রথম সফর। ইউক্রেনে হামলার পর থেকে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সম্পর্ক আরও জোরালো হয়েছে। কারণ দুই দেশই পশ্চিমাদের নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করছে।
এছাড়া গত সেপ্টেম্বরে মঙ্গোলিয়ায় সফর করেন প্রেসিডেন্ট পুতিন। তার এই সফরকে কেন্দ্র করে সেখানে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে সময় মঙ্গোলিয়ার শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান।
- আরও পড়ুন:
- পুতিনকে গ্রেফতার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধ, ঝুঁকিতে পড়েছে রুশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
পাঁচ বছরের মধ্যে মঙ্গোলিয়ায় পুতিনের প্রথম সফর উপলক্ষে রাজধানী উলানবাটোরের সেন্ট্রাল চেঙ্গিস খান চত্বরে দুই দেশের পতাকা দিয়ে সাজানো হয়। সেখানে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনাগিন খুরেলসুখের সঙ্গে সাক্ষাৎ করেন পুতিন।
টিটিএন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলে ৩৪ বিলিয়ন ডলারের সামরিক বাজেট ঘোষণা
- ২ ভারত-রাশিয়ার বন্ধুত্ব ‘সময়ের পরীক্ষায় উত্তীর্ণ’: মোদী
- ৩ রাষ্ট্রদ্রোহের অভিযোগে রুশ বিজ্ঞানীর ২১ বছর কারাদণ্ড
- ৪ পর্যটন মৌসুমে ভয়াবহ বন্যা, চ্যালেঞ্জের মুখে শ্রীলঙ্কার অর্থনীতি
- ৫ রাশিয়ায় বিদেশি অ্যাপ ব্যবহারে কড়াকড়ি, বন্ধ স্ন্যাপচ্যাট ও ফেসটাইম