ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সিরিয়ায় একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:১০ এএম, ১০ ডিসেম্বর ২০২৪

সিরিয়ার রাজধানী দামেস্কসহ বিভিন্ন স্থানে শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মূলত দেশটির বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব বিমান হামলা চালানো হচ্ছে। এমনকি, আসাদ সরকারের পতনের পর গোলান মালভূমির সিরিয়া-নিয়ন্ত্রিত এলাকা ‘দখলে’ নিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, বাশার আল-আসাদ সরকারের পতনের পর চরমপন্থিদের নিষ্ক্রিয় ও তেল আবিবের নিরাপত্তা নিশ্চিতেই তারা এসব পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে, ইসরায়েলের এমন হামলা ও গোলান মালভূমির সিরিয়া-নিয়ন্ত্রিত এলাকা ‘দখলে’ নেওয়ার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার, সৌদি আরব ও ইরাক।

আরও পড়ুন: 

ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাতে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বাশার আল-আসাদের পতনের পর ইসরায়েলি বাহিনী নিজেদের ইতিহাসে সিরিয়ায় সবচেয়ে বড় হামলা চালিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি ইসরায়েলি আর্মি রেডিওকে জানিয়েছে, গত দুইদিনে রাজধানী দামেস্কসহ সিরিয়ায় ২৫০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সিরিয়ার ভূমধ্যসাগরীয় লাতাকিয়া বন্দরের কাছে একটি বিমান প্রতিরক্ষা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় তেল আবিব। রাজধানী দামেস্কেও শোনা যায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় রাজধানীর কাছে একটি গ্রামে ৪টি বিমান হামলা চালানো হয়। এছাড়া, দামেস্কের কাছে অবস্থিত ৩টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ঘাঁটিগুলো পুরোপুরি ক্ষতিগ্রস্থ হয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গোলান মালভূমির সিরিয়া-নিয়ন্ত্রিত এলাকায় ইসরায়েলি অনুপ্রবেশকে একটি ‘বিপজ্জনক পদক্ষেপ’ ও সিরিয়ার সার্বভৌমত্বের ওপর নির্লজ্জ আক্রমণ, পাশাপাশি এটিকে দোহা আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে মনে করে।

আরও পড়ুন: 

সৌদি আরবও ইসরায়েলি পদক্ষেপের নিন্দা জানিয়েছে। দেশটি বলেছে, ইসরায়েলের এমন আচরণ আন্তর্জাতিক আইনের ক্রমাগত লঙ্ঘন ও সিরিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা ও আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধারের সম্ভাবনাকে দূরে ঠেলে দিতে পারে।

অন্যদিকে বাগদাদ ইসরায়েলের এসব কর্মকাণ্ডের সমালোচনা করে বলেছে, তেল আবিব আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে।

১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল গোলান মালভূমির একটি অংশ দখল করে নিজেদের সঙ্গে যুক্ত ঘোষণা করে। যুক্তরাষ্ট্র ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায় এটিকে সিরীয় ভূখণ্ডের বেআইনি দখল বলে বিবেচনা করে।

সূত্র: রয়টার্স, আল জাজিরা

এসএএইচ

টাইমলাইন

  1. ০৪:১৫ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৪ সিরিয়ার রিজার্ভ প্রায় শূন্য হলেও ব্যাংকে অক্ষত ২৬ টন সোনার মজুত
  2. ০৮:৫৩ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সিরিয়াকে ক্রমবর্ধমান হুমকি হিসেবে দেখছে ইসরায়েল
  3. ০৫:৫৮ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪ স্কুলে ফিরছে সিরিয়ার শিশুরা
  4. ০৪:৪৫ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪ কোন পথে সিরিয়া?
  5. ০৪:২০ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪ সিরিয়ার নতুন প্রশাসন চাইলে সামরিক প্রশিক্ষণ দিতে প্রস্তুত তুরস্ক
  6. ০১:৪৫ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৪ শিগগির আকাশসীমা চালু করবে সিরিয়া
  7. ০৭:৩৪ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৪ সিরিয়ার কোন অংশ কাদের নিয়ন্ত্রণে?
  8. ০৪:৪২ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৪ সিরিয়ার অর্থনৈতিক সংকট ও করণীয়
  9. ০৩:৪৫ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৪ সিরিয়ায় ভবিষৎ ভূমিকা নিয়ে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের আলোচনা
  10. ০৯:০২ এএম, ১২ ডিসেম্বর ২০২৪ নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে বিরত থাকতে বললো রাশিয়া
  11. ০৭:১২ পিএম, ১১ ডিসেম্বর ২০২৪ বাশার আল-আসাদের বাবার সমাধিতে আগুন
  12. ০৫:৩৫ পিএম, ১১ ডিসেম্বর ২০২৪ সিরিয়ায় শিগগির দূতাবাস পুনরায় চালু করবে কাতার
  13. ০৪:২৬ পিএম, ১১ ডিসেম্বর ২০২৪ তুরস্ক-লেবানন থেকে ফিরতে শুরু করেছে সিরিয়ার শরণার্থীরা
  14. ০৪:২১ পিএম, ১১ ডিসেম্বর ২০২৪ সিরীয় শরণার্থীদের দেশে ফেরার আহ্বান নতুন প্রধানমন্ত্রীর
  15. ০৩:৫৩ পিএম, ১১ ডিসেম্বর ২০২৪ সিরিয়ায় যা ঘটছে তা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ষড়যন্ত্র: খামেনি
  16. ০৩:৩১ পিএম, ১১ ডিসেম্বর ২০২৪ সিরিয়ায় আসাদের পতনে কীভাবে লাভবান হচ্ছে ইসরায়েল?
  17. ০৭:৪৮ পিএম, ১০ ডিসেম্বর ২০২৪ সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন মোহাম্মাদ আল-বশির
  18. ০৪:২৮ পিএম, ১০ ডিসেম্বর ২০২৪ সিরিয়ায় খাবার-ওষুধ সরবরাহ করছে কাতার
  19. ০৩:৫৫ পিএম, ১০ ডিসেম্বর ২০২৪ সিরিয়ার ১৮ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী
  20. ০৩:৫৪ পিএম, ১০ ডিসেম্বর ২০২৪ নির্যাতনের সঙ্গে জড়িত কর্মকর্তাদের তালিকা করবে সিরিয়ার বিদ্রোহীরা
  21. ০৩:১০ পিএম, ১০ ডিসেম্বর ২০২৪ সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা
  22. ০১:৪১ পিএম, ১০ ডিসেম্বর ২০২৪ আসাদের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা নেই পুতিনের
  23. ১০:৫৯ এএম, ১০ ডিসেম্বর ২০২৪ সিরিয়ার বেহাল অর্থনীতি কি ঘুরে দাঁড়াতে পারবে?
  24. ০৯:১০ এএম, ১০ ডিসেম্বর ২০২৪ সিরিয়ায় একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল
  25. ০৪:৫৭ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৪ আসাদের পতন মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বদলে দেবে?
  26. ০১:৩৪ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৪ সিরিয়ায় আইএসের ৭৫ ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা
  27. ০৯:৫৩ এএম, ০৯ ডিসেম্বর ২০২৪ আসাদের পতনের পরপরই গোলান মালভূমিতে ভূমি দখল করলো ইসরায়েল
  28. ০৮:৪২ এএম, ০৯ ডিসেম্বর ২০২৪ বাশার আল-আসাদ এখন মস্কোয়, জানালো রাশিয়া
  29. ০৯:৩৭ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৪ সিরিয়ার স্বৈরাচার বাশার আল-আসাদ এখন কোথায়?
  30. ০৮:৩০ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৪ দামেস্কে আসাদের বাসভবন থেকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন
  31. ০৫:৩৬ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৪ সিরিয়ায় এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ যেভাবে শেষ হলো
  32. ০৪:৩৯ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৪ দামেস্কে ইরানি দূতাবাসে হামলা
  33. ০৪:০৪ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৪ আসাদের পতনে বিশ্বের প্রতিক্রিয়া
  34. ১২:৩৭ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৪ সিরিয়ায় সরকারি প্রতিষ্ঠান থেকে সেনাবাহিনীকে সরে যাওয়ার নির্দেশ
  35. ১২:১০ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৪ বিদ্রোহীদের সঙ্গে হাত মেলালেন আসাদ সরকারের প্রধানমন্ত্রী
  36. ১০:৩৫ এএম, ০৮ ডিসেম্বর ২০২৪ সিরিয়ায় আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের অবসান
  37. ১০:০৪ এএম, ০৮ ডিসেম্বর ২০২৪ ‘নতুন সিরিয়া’ হবে শান্তিপূর্ণ, প্রতিশোধ নেবে না বিদ্রোহীরা
  38. ০৯:৪৫ এএম, ০৮ ডিসেম্বর ২০২৪ দামেস্কে উল্লাস, ‘নতুন যুগের’ ঘোষণা দিলো বিদ্রোহীরা
  39. ০৮:৫৯ এএম, ০৮ ডিসেম্বর ২০২৪ দামেস্ক ছেড়ে পালিয়েছেন বাশার আল-আসাদ
  40. ০৮:৩০ এএম, ০৮ ডিসেম্বর ২০২৪ হামার পর হোমসের পতন, দামেস্কে প্রবেশ করছে সিরিয়ার বিদ্রোহীরা
  41. ০৭:৩১ এএম, ০৮ ডিসেম্বর ২০২৪ সিরিয়ায় বাশার আল-আসাদের বাবার ভাস্কর্য ভেঙে ফেললো বিদ্রোহীরা
  42. ০৭:০১ এএম, ০৮ ডিসেম্বর ২০২৪ যে কোনো সময় আসাদ সরকারের পতন ঘটবে: সিরিয়ার বিদ্রোহী নেতা
  43. ০১:৪৯ এএম, ০৮ ডিসেম্বর ২০২৪ পালাননি বাশার, দাবি সিরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের
  44. ১২:৩৪ এএম, ০৮ ডিসেম্বর ২০২৪ সিরিয়ায় দামেস্কের খুব কাছে পৌঁছে গেছে বিদ্রোহীরা
  45. ০৮:৪১ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৪ সিরিয়ায় বিদ্রোহীদের দখলে দারা ও সোয়েদা শহর, চাপে আসাদ সরকার
  46. ০৯:০০ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৪ সিরিয়া সীমান্তে সেনা বাড়াচ্ছে ইসরায়েল
  47. ০৭:৩২ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৪ সিরিয়ায় বিদ্রোহীদের দখলে যাচ্ছে একের পর এক বড় শহর
  48. ১২:২৩ পিএম, ০১ ডিসেম্বর ২০২৪ সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর দখলে নেওয়া বিদ্রোহীরা কারা?
  49. ০৯:৫০ এএম, ০১ ডিসেম্বর ২০২৪ আলেপ্পো থেকে পিছু হটলো সিরিয়ার সেনাবাহিনী
  50. ০৬:০৩ পিএম, ৩০ নভেম্বর ২০২৪ সিরিয়ায় আলেপ্পোর অধিকাংশ এলাকা বিদ্রোহীদের দখলে
  51. ১১:৪৫ এএম, ২৯ নভেম্বর ২০২৪ সিরিয়ায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের লড়াইয়ে নিহত ২০০
  52. ০৬:৩২ পিএম, ২৮ নভেম্বর ২০২৪ সিরিয়ায় সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ১৩২