পড়াশোনা ও ক্যারিয়ার কোথায় নিচ্ছে এআই প্রযুক্তি?

প্রিতময় সেন
প্রযুক্তির এক নতুন যুগে প্রবেশ করেছে বিশ্ব। যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্র দখল করে নিচ্ছে, তা অবাক করার মতো। কয়েক বছর আগেও যে বিষয়টি ছিল গবেষণার গণ্ডিতে সীমাবদ্ধ; এখন তা আমাদের পড়াশোনা, কাজের পরিবেশ ও ক্যারিয়ারের মূল অংশ হয়ে উঠছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অনেকেই ভাবছেন, এআই কি মানুষের কাজ কেড়ে নেবে? এ প্রশ্নের উত্তর হয়তো সময় দেবে। তবে এটুকু নিশ্চিত, যারা এখন থেকেই প্রস্তুত হবেন, তাদের জন্য এআই হবে বড় সহায়ক।
শিক্ষাক্ষেত্রে এআইয়ের প্রভাব এরই মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। এখন আর সবাইকে একভাবে পড়তে হয় না। শিক্ষার্থীরা নিজেদের মতো করে শিখছেন। কারো যদি গণিতে দুর্বলতা থাকে, এআই তাকে গণিত শেখানোর জন্য বাড়তি সময় দিচ্ছে। কারো যদি ইংরেজিতে দুর্বলতা থাকে, এআই তার জন্য আলাদা করে পড়ার সুযোগ তৈরি করে দিচ্ছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিশ্বমানের শিক্ষা এখন আর শুধু উন্নত দেশগুলোর জন্য সীমাবদ্ধ নয়। প্রযুক্তির কল্যাণে এবং এআইয়ের সহায়তায় বাংলাদেশের শিক্ষার্থীরাও ঘরে বসে পৃথিবীর সেরা শিক্ষকদের ক্লাস করতে পারছেন। একজন শিক্ষার্থীর শেখার গতি, আগ্রহ এবং দুর্বলতা বুঝে শিক্ষার কনটেন্ট সাজিয়ে দিচ্ছে এআই। এটি শুধু সময়ের সাশ্রয় নয় বরং শিক্ষার গুণগত মানও বাড়াচ্ছে।
ক্যারিয়ারের ক্ষেত্রেও এআই নিয়ে ভয়ের কিছু নেই। বরং এটি নতুন দরজা খুলে দিচ্ছে। হয়তো কিছু প্রচলিত কাজ অটোমেশনের কারণে বিলুপ্ত হবে কিন্তু তার চেয়ে অনেক বেশি নতুন পেশার সৃষ্টি হবে। এখন থেকে এআই নিয়ে কাজ করা, ডেটা বিশ্লেষণ শেখা, প্রযুক্তি বুঝে নেওয়া হবে সময়ের দাবি।
বিজ্ঞাপন
বিশ্বব্যাপী এআইয়ের দক্ষ কর্মীদের চাহিদা বাড়ছে। বাংলাদেশেও এ চাহিদা দ্রুত বাড়বে। এআই প্রম্পট ইঞ্জিনিয়ার, মেশিন লার্নিং বিশেষজ্ঞ, ডেটা অ্যানালিস্ট, এআই পণ্য ব্যবস্থাপক—এ ধরনের কাজের জন্য দক্ষ মানুষ প্রয়োজন হবে।
এখন থেকেই শিক্ষার্থীদের নিজেদের প্রস্তুত করা উচিত। এআই নিয়ে কাজ করার আগ্রহ, নতুন প্রযুক্তি শেখার মানসিকতা এবং সমস্যার সমাধানে সৃজনশীল চিন্তা—এসব গড়ে তুলতে হবে। শুধু শিক্ষার্থী নয়, যারা কর্মজীবনে রয়েছেন; তাদেরও নিজেদের দক্ষতা বাড়াতে হবে।
এআই আমাদের চাকরি কেড়ে নেবে না বরং যারা এআইকে বুঝে কাজ করতে শিখবেন; তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে যারা এগিয়ে চলবেন; তারাই সামনে এগিয়ে যাবেন।
বিজ্ঞাপন
আমরা এখন এমন এক যুগের সামনে দাঁড়িয়ে আছি, যেখানে প্রযুক্তি হবে আমাদের নিত্যসঙ্গী। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের প্রতিদ্বন্দ্বী নয় বরং এটি হতে পারে আমাদের সহযাত্রী। তাই তো প্রস্তুতি নিন, সুযোগগুলো গ্রহণ করুন।
লেখক: মার্কেটিং টেকনোলজিস্ট।
এসইউ/জেআইএম
আরও পড়ুন
বিজ্ঞাপন