ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল

‘শেখ হাসিনাও এখন তত্ত্বাবধায়ক সরকার চান, ভূতের মুখে রাম নাম’

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:৪৯ পিএম, ২৭ আগস্ট ২০২৫

 

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান, ভূতের মুখে রাম নাম।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে শুনানির অনুমতি দেওয়ায় পর বুধবার (২৭ আগস্ট) অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে ব্রিফিং তিনি সাংবাদিকদের এমন কথা বলেন।

তিনি বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী (তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা) বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দিয়েছিলেন। আমরা আজ আদালতে বলেছি, এখন আবার আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে চাই। আমরা মনে করি দেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। ফলে আর কোনো মায়ের বুক খালি হবে না, কোনো মা-বাবা তার সন্তান হারাবেন না, কোনো ভাই তার ভাইকে হারাবে না, কোনো সন্তান তার মা-বাবাকে হারাবে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলে কোনো ভাই তার বোনকে হারাবে না। আর কখনো রক্ত দিয়ে ভোটের ও গণতান্ত্রিক অধিকার আদায় করতে হবে না।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আমরা বাংলাদেশের মানুষকে দীর্ঘস্থায়ী গণতন্ত্রের পথে নেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে চাই। ইতিমধ্যে দেখেছেন ভুতের মুখে রাম নাম উঠেছে, শেখ হাসিনা নিজেও বলেছেন ওনারা তত্ত্বাবধায়ক সরকার চান। সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরতে হবে সেটা কখন থেকে কিভাবে আপনারা দেখতে পারবেন।

তিনি বলেন, প্রধান বিচারপতি মনে করেন- এটার একটা কার্যকর সমাধান হওয়া উচিত। আমরাও মনে করি এটার কার্যকর সমাধান হওয়া উচিত। এর কারণ আমরা চাই না- বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যে আর কোনো মায়ের বুক খালি হোক। আমরা এটা চাই না বলে মানুষের কথা বলার অধিকার, সাংবিধানিক অধিকারের দীর্ঘস্থায়ী সমাধান চাই।

এফএইচ/এসএইচএস/এএসএম