প্লট দুর্নীতি
শেখ হাসিনা-জয়-পুতুলের সর্বোচ্চ শাস্তি চান দুদকের আইনজীবী
রায় ঘিরে সকালে আদালতে আসেন দুদকের পক্ষের আইনজীবীরা
প্লট বরাদ্দে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে করা তিন মামলার রায়ে ‘সর্বোচ্চ শাস্তি’ প্রত্যাশা করছেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তিন মামলার রায় ঘোষণা করছেন।
রায় ঘিরে সকালে আদালতে আসেন দুদকের পক্ষে মামলাগুলোর সমন্বয়ের দায়িত্বে থাকা পাবলিক প্রসিকিউটর মঈনুল হাসান। এসময় তিনি জাগো নিউজকে বলেন, ‘আমরা তিনটি মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছি।’
দুদক কী ধরনের শাস্তি প্রত্যাশা করছে—এমন প্রশ্নের জবাবে এ আইনজীবী সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, ‘বিচার কার্যক্রম আদালতে চলমান। কোন শাস্তি হবে বা কী সিদ্ধান্ত আসবে—তা আদালতই যথাযথভাবে নির্ধারণ করবে।’
মামলাগুলোতে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ এর—১৬১, ১৬৩, ১৬৪, ১৬৫(ক), ৪০৯, ৪২০ এবং ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। এসব ধারায় ঘুস গ্রহণ, সরকারি দায়িত্ব পালনে অবহেলা, সরকারি সম্পদ বা আমানত অপব্যবহার, প্রতারণা এবং অপরাধ সংঘটনে সহায়তার মতো অভিযোগ রয়েছে।
এছাড়া দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায়ও অভিযোগ আনা হয়েছে, যার মাধ্যমে অসাধু উপায়ে সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণের চেষ্টা করেছে দুদক।
এদিকে, রায় ঘিরে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকেই আদালতের প্রধান প্রবেশপথগুলোতে পুলিশ, বিজিবি ও বিভিন্ন নিরাপত্তা সংস্থার বাড়তি সতর্কতা লক্ষ্য করা গেছে। এজলাসের ভেতরে ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গণমাধ্যমকর্মী ও উৎসুক জনতার ভিড়ও রয়েছে।
এমডিএএ/এমকেআর/এমএস
টাইমলাইন
- ১১:৪৬ এএম, ০১ ডিসেম্বর ২০২৫ রেহানার ৭, হাসিনার ৫, টিউলিপের ২ বছর কারাদণ্ড
- ০৯:১২ পিএম, ২৭ নভেম্বর ২০২৫ ভূমিহীন-যোগ্য আবেদনকারীদের প্লট বরাদ্দ দিতে হবে, আরও যত নির্দেশনা
- ০৪:০৬ পিএম, ২৭ নভেম্বর ২০২৫ জয়ের প্লট বাতিল করে যোগ্য আবেদনকারীদের পুনরায় বরাদ্দের নির্দেশ
- ০৩:৩৯ পিএম, ২৭ নভেম্বর ২০২৫ প্লট বরাদ্দে মন্ত্রণালয়ের বিশেষ সুপারিশের বিধান বন্ধের নির্দেশ
- ০৩:৩০ পিএম, ২৭ নভেম্বর ২০২৫ প্লট দুর্নীতি: হাসিনা-জয়-পুতুলসহ ২২ জনের কে কোন সাজা পেলেন
- ০১:১৭ পিএম, ২৭ নভেম্বর ২০২৫ প্লট দুর্নীতি মামলায় মা-ছেলে-মেয়ের কারাদণ্ড
- ১২:৩১ পিএম, ২৭ নভেম্বর ২০২৫ প্লট দুর্নীতি: সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ১৮ বছরের কারাদণ্ড
- ১২:২১ পিএম, ২৭ নভেম্বর ২০২৫ প্লট দুর্নীতির মামলায় পুতুলের ৫ বছরের কারাদণ্ড
- ১২:২০ পিএম, ২৭ নভেম্বর ২০২৫ প্লট দুর্নীতি মামলায় সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড
- ১১:৫০ এএম, ২৭ নভেম্বর ২০২৫ প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড
- ১১:৪১ এএম, ২৭ নভেম্বর ২০২৫ প্লট বরাদ্দে জালিয়াতির এক মামলায় শেখ হাসিনার ৭ বছরের কারাদণ্ড
- ১১:৪০ এএম, ২৭ নভেম্বর ২০২৫ হাসিনা-জয়-পুতুলের প্লট দুর্নীতি মামলা, এজলাসে এক আসামি
- ১১:৩৭ এএম, ২৭ নভেম্বর ২০২৫ প্লট দুর্নীতি: শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় পড়া শুরু
- ১০:৩২ এএম, ২৭ নভেম্বর ২০২৫ শেখ হাসিনা-জয়-পুতুলের সর্বোচ্চ শাস্তি চান দুদকের আইনজীবী
- ০৯:৩৭ এএম, ২৭ নভেম্বর ২০২৫ শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় ঘিরে আদালতে নিরাপত্তা জোরদার