৭ ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে একাধিক মামলার আসামি হিসেবে তালিকাভুক্ত সাতজন ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আবেদন মঞ্জুর করেন। বুধবার (২৮ জানুয়ারি) সংশ্লিষ্ট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
যাদের বিদেশ গমন রহিত করার জন্য আদালতে আবেদন করা হয়েছে তারা হলেন—লিজেন্ড হোল্ডিংসের প্রোপ্রাইটর সৈয়দ মোহাম্মদ আবদুল হাই, এম কামাল হোসেন, মোহাম্মদ জহিরুল হক, মো. বজলুর রশিদ খান, সফিউর রহমান, কমোডিটি ইন্সপেকশন সার্ভিসেস (বিডি) লিমিটেডের পরিচালক খন্দকার রবিউল হক এবং রয়েল ইনসপেকশন ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আলহাজ শেখ সাজেদ আলী।
দুদকের আবেদনে বলা হয়, এজাহারনামীয় আসামিদের বিরুদ্ধে চলমান তদন্তের স্বার্থে এবং বিচার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন। এতে করে তারা যেন তদন্ত ও বিচার কার্যক্রমে প্রভাব বিস্তার বা আত্মগোপনের সুযোগ না পান, সে বিষয়টি নিশ্চিত করা যাবে।
দুদকের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে তদন্তকালে অন্য কোনো আসামির বিদেশ গমন রহিত করার প্রয়োজন হলে তদন্তকারী কর্মকর্তা স্বপ্রণোদিত হয়ে আদালতে আবেদন দাখিল করতে পারবেন।
এমডিএএ/এমএমকে
সর্বশেষ - আইন-আদালত
- ১ বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিল শুনানি ১ ফেব্রুয়ারি
- ২ ৪১তম বিসিএসের ১৪ প্রার্থীকে নন-ক্যাডার পদে নিয়োগের নির্দেশ হাইকোর্টের
- ৩ ৭ ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা
- ৪ পাসপোর্টের সাবেক পরিচালক সাইদুল ও তার স্ত্রীর সম্পদ জব্দের আদেশ
- ৫ গৌরীপুরে তিন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৬ ফেব্রুয়ারি