চট্টগ্রাম-২ আসন
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিল শুনানি ১ ফেব্রুয়ারি
চট্টগ্রাম-২ আসন (ফটিকছড়ি) বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থীতা ফেরত দেওয়ার বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আপিল বিভাগের চেম্বার জজ আদালত এ তারিখ ঠিক করেছেন।
এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বুধবার (২৮ জানুয়ারি) আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার জজ আদালত এ দিন ঠিক করেন।
এর আগে ঋণখেলাপির অভিযোগে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে মঙ্গলবার (২৭ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ওই দিন আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম ও মো. রুহুল কুদ্দুস কাজল।
গত ১৮ জানুয়ারি নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে প্রার্থিতা বাতিলের রায় দেয় ইসি। সারোয়ার আলমগীর রিটার্নিং কর্মকর্তার কাছে বৈধ হওয়ার পর তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে আপিল দায়ের করা হয়েছিল।
জামায়াতের প্রার্থী মো. নুরুল আমীন অভিযোগটি দায়ের করেছিলেন। শুনানি শেষে তার প্রার্থিতা বাতিল করেন কমিশন। এরপর তিনি প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে যান।
এফএইচ/এমএএইচ/
সর্বশেষ - আইন-আদালত
- ১ ধানের শীষ কোন ভূঁইয়ার, ভাগ্য নির্ধারণ বৃহস্পতিবার
- ২ বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিল শুনানি ১ ফেব্রুয়ারি
- ৩ ৪১তম বিসিএসের ১৪ প্রার্থীকে নন-ক্যাডার পদে নিয়োগের নির্দেশ হাইকোর্টের
- ৪ ৭ ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা
- ৫ পাসপোর্টের সাবেক পরিচালক সাইদুল ও তার স্ত্রীর সম্পদ জব্দের আদেশ