কোন ক্ষমতাবলে মানবসেতুতে হাঁটা চেয়ারম্যানের জামিন?
চাঁদপুরের হাইমচরে স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার মানবসেতুতে হাঁটার ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীকে কোন ক্ষমতাবলে জামিন দেয়া হয়েছে এবং কেন তার জামিন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলাবার হাইকোর্টের বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত যৌথ বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন।

চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদকে জামিন দেয়ার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে হাইকোর্টের আদেশে।
প্রসঙ্গত, ২৯ মার্চ শিক্ষার্থীদের দিয়ে তৈরি করা মানবসেতুতে হাঁটার ঘটনায় দায়ের করা মামলায় হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীকে অস্থায়ী জামিন দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ জামিন।
পরবর্তীতে অস্থায়ী ওই জামিন আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়। হাইকোর্টে মঙ্গলবার জামিন আদেশের বিরুদ্ধে শুনানি করেন অ্যাডভোকেট শাহরিয়ার কবির বিপ্লব। পরে তিনি জাগো নিউজকে এ তথ্য জানান।
উল্লেখ্য, ৩১ জানুয়ারি হাইমচর উপজেলার নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী। ক্রীড়া প্রতিযোগিতায় কয়েকটি ইভেন্টের মধ্যে একটি ছিল প্রতীকী পদ্মাসেতু। সেতু তৈরি করার পর শিক্ষক ও ছাত্রদের অনুরোধে প্রধান অতিথি হিসেবে তিনি ওই মানবসেতুর ওপর দিয়ে হাঁটায় এবং সেই ছবি প্রকাশ হওয়ায় দেশ জুড়ে সমালোচনার শুরু হয়। এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়সহ চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
ঘটনার পর কাদির গাজী নামে স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী ও স্কুলের প্রধান শিক্ষকসহ পাঁচ জনকে আসামি করে মামলা করেন। শেষ পর্যন্ত নূর হোসেন জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেন। কয়েকদিন পর দল থেকে তাকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়।
এফএইচ/এমএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ ২৮ জানুয়ারির মধ্যে ময়মনসিংহে তিন হত্যার প্রতিবেদন দাখিলের নির্দেশ
- ২ মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তার জবানবন্দি
- ৩ নোয়াখালী-৫: ফখরুলের মনোনয়ন প্রত্যাহারে বিএনপি মহাসচিবকে নোটিশ
- ৪ দুই জনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলার আবেদনে যা বলা হয়েছে
- ৫ মান্নার আবেদনের শুনানি চেম্বার আদালতে সোমবার পর্যন্ত মুলতবি