প্রিজন ভ্যানে হামলার মামলায় আগাম জামিন চান জয়নুল-খোকন

পুলিশের প্রিজনভ্যানে হামলা ও ভাঙচুর চালিয়ে বিএনপির আটক নেতা-কর্মীদের ছিনিয়ে নেয়ার ঘটনায় দায়ের করা মামলায় আগাম জামিন আবেদন করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন।
বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃঞ্চাদেব নাথের সমন্বয়ে গঠিত বেঞ্চে জয়নুল আবেদীনের জামিন আবেদনের ওপর শুনানি হতে পারে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অপরদিকে আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দেশের বাইরে রয়েছেন। একই মামলায় তিনিও আসামি। দেশে ফেরার পর বিমানবন্দর থেকে যেন তাকে গ্রেফতার না করা হয় এমন নির্দেশনা চেয়ে আবেদন করেছেন তিনিও। ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের ছেলে ব্যারিস্টার সাকিব মাহবুব এই তথ্য জানান।
হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চে খোকনের আবেদনের ওপর শুনানি হতে পারে বলেও জানা গেছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের পক্ষে সমিতির সহ-সভাপতি আওয়ামীপন্থী আইনজীবী মো. অজিউল্লাহ মামলা পরিচালনা করবেন বলে জানা গেছে।
গত ৩০ জানুয়ারি রাজধানীর সুপ্রিমকোর্ট, মাজারগেট, শিক্ষাভবন ও জাতীয় ঈদগাহ এবং কদম ফোয়ারা সংলগ্ন এলাকার রাস্তাজুড়ে পুলিশের প্রিজন ভ্যানে হামলা ও ছাত্রদলের দুই কর্মীসহ তিন নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।
বিজ্ঞাপন
এফএইচ/এনএফ/পিআর
আরও পড়ুন
বিজ্ঞাপন
সর্বশেষ - আইন-আদালত
- ১ প্রকাশিত কথোপকথন শেখ হাসিনা ও মাকসুদেরই, জানালেন ল্যাব কর্মকর্তা
- ২ চট্টগ্রামে পিন্টু হত্যা মামলায় ৭ আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড
- ৩ আবু সাঈদের ত্রুটিপূর্ণ সুরতহালে গুলির কথা না লিখতে বাধ্য করা হয়
- ৪ রাষ্ট্রপতির কাছে জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রতিবেদন উপস্থাপন
- ৫ ঢাবিতে গ্রেফতার ভুয়া সাংবাদিক জাহিদ কারাগারে