সময় টিভিকে ব্যারিস্টার কায়সার কামালের আইনি নোটিশ
বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে সম্পৃক্ত করে সংবাদ প্রচার করায় সময় টেলিভিশনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সময় টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের ও বার্তাপ্রধান তুষার আব্দুল্লাহকে এই নোটিশ পাঠানো হয়েছে। এতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রচারিত সংবাদের জন্য ভুল স্বীকার করে ক্ষমা চাইতে বলা হয়েছে।
সোমবার ডাক ও রেজিস্ট্রিযোগে ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে ব্যারিস্টার ফাইয়াজ জিবরান লিগ্যাল নোটিশটি পাঠান বলে জাগো নিউজকে নিশ্চিত করেন।
নোটিশে বলা হয়, গত ২২ ডিসেম্বর সময় টেলিভিশনে রাত ৯টার সংবাদে আইএসআইের সঙ্গে ব্যারিস্টার কায়সার কামালকে সম্পৃক্ত করে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তা মিথ্যা, মনগড়া, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত এবং মানহানিকর।
ব্যারিস্টার ফাইয়াজ জিবরান জানান, ব্যারিস্টার কায়সার কামাল সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নির্বাচিত সিনেট সদস্য। ছাত্রদলের বিভিন্ন পদে নেতৃত্ব দিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে বিএনপির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সর্বশেষ দলের ২০১৬ সালের কাউন্সিলে তিনি বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক নির্বাচিত হন।
এফএইচ/বিএ
সর্বশেষ - আইন-আদালত
- ১ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে এজেন্ট নির্বাচনের মানদণ্ড নিয়ে রুল
- ২ রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক শওকত মাহমুদ
- ৩ হাদির মৃত্যুতে দেশ এক সাহসী কণ্ঠস্বর হারালো: প্রধান বিচারপতি
- ৪ নিউমুরিং টার্মিনাল নিয়ে রিট নিষ্পত্তিতে হাইকোর্টের বেঞ্চ নির্ধারণ
- ৫ নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালে ন্যায়বিচার চাইলেন ৩ সেনা কর্মকর্তা