উপজেলা চেয়ারম্যান টুকুর বরখাস্তের আদেশ স্থগিত
মাগুরা জেলার শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকুর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।
বরখাস্তের আইন চ্যালেঞ্জ করে টুকুর করা এক রিট আবেদনের শুনানি শেষে বুধবার হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চি এই আদেশ দেন।
একই সঙ্গে আদালত একটি রুলও জারি করেন। রুলে চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকুর বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিবসহ আটজনকে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার দেবাশীষ রায় ও ইমরুল হায়দার। রাষ্ট্রপক্ষের ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
এর আগে ১৭ আগস্ট থানায় অভিযোগ দায়ের করার পর (নিম্ন) বিচারিক আদালত তা গ্রহণ করেন। বিচারিক আদালতে টুকুর ওপর দুটি ফৌজধারী মামলা থাকায় গত ৯ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (উপজেলা-১ শাখা) সিনিয়র সহকারী সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত পত্রে টুকুকে সাময়িক বরখাস্ত করা হয়।
একইসঙ্গে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা আক্তারকে (প্যানেল চেয়ারম্যান-২) প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দেয়া হয়।
এফএইচ/এসকেডি/পিআর
সর্বশেষ - আইন-আদালত
- ১ মোহাম্মদপুরে ট্রাকচালক হত্যায় হাসিনাসহ ৩৪ জনের নামে অভিযোগপত্র
- ২ বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে
- ৩ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
- ৪ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: গণবিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে
- ৫ দুই সেনাসদস্যসহ ৪ জনের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৪ ডিসেম্বর