আইনজীবীদের সঙ্গে প্রধান বিচারপতির মতবিনিময়
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা সিনিয়র আইনজীবীদের সঙ্গে বুধবার বিকেলে মতবিনিময় করেছেন। এতে বিচারপতি নিয়োগ, মামলাজট ও দুর্নীতি-অনিয়ম কমিয়ে বিচারপ্রার্থীদের হয়রানি লাঘবের উপায়সহ বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
প্রধান বিচারপতির আহ্বানে সাড়া দিয়ে এই মতবিনিময় সভায় যোগ দেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
এছাড়া অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন প্রমুখ আইনজীবী উপস্থিত ছিলেন।
এফএইচ/এসকেডি/বিএ
সর্বশেষ - আইন-আদালত
- ১ বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে
- ২ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন
- ৩ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: গণবিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে
- ৪ দুই সেনাসদস্যসহ ৪ জনের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৪ ডিসেম্বর
- ৫ আনিসুল-সালমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল