ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

নরসিংদীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে হাইকোর্টে তলব

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:৫৪ এএম, ০৩ আগস্ট ২০২৩

উচ্চ আদালতে জামিন দেওয়ার পরও আসামি লিটন মিয়ার জামিনের আদেশ গ্রহণ না করার কারণ ব্যাখ্যা করতে নরসিংদীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোল্লা সাইফুল আলমকে তলব করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩ আগস্ট) তাকে নিজে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

হাইকোর্টের বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত ২৪ জুলাই তাকে তলব করে এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দ মাহমুদুল আহসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

জানা গেছে, নরসিংদীর শিবপুর মডেল থানায় দায়ের করা এক মামলায় আসামি মো. লিটন মিয়াকে গত ২৯ মে হাইকোর্ট জামিন মঞ্জুর করে আদেশ দেন। জামিনের আদেশ আসামির আইনজীবী নরসিংদীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে দাখিল করেন। কিন্তু নরসিংদীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এখনো জামিন আদেশ গ্রহণ করেননি।

তাই হাইকোর্টে জামিন পাওয়ার পরও আসামি লিটন মিয়া এখনো কারাগারের ভেতরেই দিন কাটাচ্ছেন। বিষয়টি হাইকোর্টে উপস্থাপন করার পরে এটি আমলে নিয়ে ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিতে নরসিংদীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে তলব করেন আদালত।

এফএইচ/এমআইএইচএস