জুলাই-আগস্ট গণহত্যা
সাবেক পুলিশ কর্মকর্তা শহিদুলকে কারাগারে পাঠানোর নির্দেশ
সাবেক অ্যাডিশনাল এসপি শহিদুল ইসলাম/ছবি সংগৃহীত
বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার ঢাকা জেলা পুলিশের সাবেক কর্মকর্তা শহিদুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী। আদালতে আজ রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
বুধবার (৩০ অক্টোবর) রাতে ঢাকার বাইরে থেকে গ্রেফতার করা হয় শহিদুলকে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার পর শাহবাগ থানা হয়ে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে ২৭ অক্টোবর জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ১৭ সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
এরপর গত ৩০ অক্টোবর মিরপুর জোনের সাবে ডিসি মো. জসিম উদ্দীন মোল্লাকে হাজির করার পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ফলে এই প্রথম জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেফতার করে কাউকে ট্রাইব্যুনালের অধীনে গ্রেফতার দেখানো হয়।
এফএইচ/বিএ/এএসএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ হাদির মৃত্যুতে দেশ এক সাহসী কণ্ঠস্বর হারালো: প্রধান বিচারপতি
- ২ নিউমুরিং টার্মিনাল নিয়ে রিট নিষ্পত্তিতে হাইকোর্টের বেঞ্চ নির্ধারণ
- ৩ নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালে ন্যায়বিচার চাইলেন ৩ সেনা কর্মকর্তা
- ৪ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১ ও ২ এপ্রিল
- ৫ বিচার বিভাগের স্থিরতা হতে পারে জাতির নির্ভরযোগ্য স্থিতিশীলতার উৎস