ভিডিও EN
  1. Home/
  2. লাইফস্টাইল

ত্বকে অবাঞ্ছিত লোম দূর করার ঘরোয়া উপায়

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ০১:৪৮ পিএম, ০৯ নভেম্বর ২০২৫

নারীদের দেহে সাধারণত হালকা লোম থাকে, তবে থাইরয়েড সমস্যা বা পিসিওএস থাকলে লোম ঘন হতে পারে। ঠোঁট বা দুই গালে ঘন লোম অনেকের আত্মবিশ্বাস কমে যায়। পার্লারে ঘন ঘন থ্রেডিং বা ওয়াক্সিং ত্বকের কোলাজেন ক্ষতিগ্রস্ত করে এবং লোমের গোড়ায় সংক্রমণের ঝুঁকি বাড়ায়। লেজার থেরাপি অনেকের জন্য নিরাপদ মনে না হলেও, নিয়মিত ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করে লোম কমানো সম্ভব।

আসুন জেনে নেওয়া যাক কী ব্যবহার করে মুখের অবাঞ্ছিত লোমে কমাতে পারেন-

ত্বকে অবাঞ্ছিত লোম দূর করার ঘরোয়া উপায়

১. বেসন, হলুদ এবং দুধের প্যাক
বেসন, হলুদ ও দুধের প্যাক মুখের অবাঞ্ছিত লোম কমাতে সাহায্য করে। ২ চামচ বেসন, ১ চিমটি হলুদ ও পরিমাণ মতো দুধ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে শুকিয়ে গেলে ঘষে তুলে ফেলুন। নিয়মিত ব্যবহারে লোমের বৃদ্ধি কমে যায়।

ত্বকে অবাঞ্ছিত লোম দূর করার ঘরোয়া উপায়

২. চিনি-লেবুর প্যাক
২ চামচ চিনি, ১ চামচ লেবুর রস এবং ১ চামচ পানি মিশিয়ে হালকা আঁচে গরম করুন। মিশ্রণটি ঘন ও আঠালো হয়ে এলে আঁচ থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন।হালকা গরম অবস্থায় এটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে তুলে ফেলুন।

৩. ডিমের সাদা অংশ-কর্নফ্লাওয়ার
১টি ডিমের সাদা অংশের সঙ্গে ১ চামচ চিনি ও ১ চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে প্যাক তৈরি করুন। এটি মুখে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে মাস্কের মতো টেনে তুলে ফেলুন। এটি মুখের অবাঞ্ছিত রোমও তুলবে, রোমের আধিক্যও কমাবে।

ত্বকে অবাঞ্ছিত লোম দূর করার ঘরোয়া উপায়

৪. পেঁপে এবং হলুদের প্যাক
কাঁচা পেঁপে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এর সঙ্গে আধ চামচ হলুদ গুঁড়া মিশিয়ে মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে হালকা ধুয়ে ফেলুন।

ত্বকে অবাঞ্ছিত লোম দূর করার ঘরোয়া উপায়

৫. ওট্‌মিল ও কলার মাস্ক
১ চামচ ওট্সের সঙ্গে ১টি পাকা কলা মেখে নিন। এই মিশ্রণ মুখে মেখে ১০ মিনিট রেখে হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত তিন দিন ব্যবহার করলে উপকার পেতে পারেন।

ত্বকে অবাঞ্ছিত লোম দূর করার ঘরোয়া উপায়

৬. বেসন ও গোলাপ জল
১ চামচ বেসনের সঙ্গে পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এবার এই মিশ্রণটি মুখে মাখুন। শুকিয়ে গেলে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। বেসন ত্বককে এক্সফোলিয়েট করে এবং গোলাপ জল ত্বকে সতেজতা আনে।

সূত্র: মেডিসিন নেট, হেলথলাইন,দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন:
রাতে এক কাপ চা, দূর হবে অনিদ্রা
কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর সহজ উপায়

এসএকেওয়াই/এএসএম

আরও পড়ুন