ভাঁজ থাকা চোখের পাতায় আইলাইনার দেওয়ার টিপস
চোখের সাজ ছাড়া মেকআপ যেন পূর্ণতা পায় না। চোখের একটুখানি সাজ পুরো লুকটাকেই চেঞ্জ করে দেয়। তাই যে যত চোখের কাজল, আই লাইনার দেওয়াতে পারদর্শী তার সাজ তত সুন্দর হয়।
কিন্তু চোখের আইলাইনার দেওয়া নিয়ে সবচেয়ে কষ্টসাধ্য হলো যাদের হুডেড আই। হুডেড আই বলতে চোখের এমন একটি গঠনকে বোঝায়, যেখানে ভ্রুর নিচের অংশের অতিরিক্ত ত্বক ভাঁজ হয়ে উপরের চোখের পাতার ওপর নেমে আসে। এর ফলে চোখের পাতার স্বাভাবিক ভাঁজটি আংশিক বা কখনো পুরোপুরি ঢেকে যায়। তাই হুডেড আইয়ে আইলাইনার দিলে সহজে বোঝা যায় না।
তবে আপনি যদি কিছু ট্রিক অনুসরণ করেন, তাহলে হুডেড আইতেও চমৎকার আইলাইনার দেওয়া সম্ভব। তাহলে চলুন জেনে নেয়া যাক হুডেড আইয়ে আইলাইনার দেওয়ার কিছু কার্যকরী পদ্ধতি -

১. টাইটলাইন আইলাইনার
টাইটলাইন আইলাইনারকে ইনভিজিবল আইলাইনারও বলে। মূলত টাইটলাইন আইলাইনার হলো চোখের পাপড়ির ভেতরের অংশে আইলাইনার দেওয়া। এই পদ্ধতিতে আইলাইনার দিলে বোঝার উপায় নেই আপনি আদৌও আইলাইনার দিয়েছেন কিনা কিন্তু একইসঙ্গে চোখ দেখতে অনেক আর্কষণীয় লাগে।

২. ফক্সি আইলাইনার
ফক্সি আইলাইনার হুডেড আইয়ে গ্ল্যামারাস লুক দেয়। ফক্সি আইলাইনার ক্রিয়েট করার জন্য প্রথমে চোখের কিনারে উইং তৈরি করে নিবেন। তবে চোখের পাতার ভাঁজের সঙ্গে কোনোভাবেই আইলাইনার লাগাবেন না। উইং তৈরি করার পর চোখের পাপড়ির উপরে পাপড়ি বরাবর ঘেঁষে চোখের সামনের শেষ প্রান্ত পর্যন্ত আইলাইনার টানুন এবং তিক্ষ্ণ কোন তৈরি করুন। এরপর একটি ফেইক আইল্যাস নিয়ে সমানভাবে কেটে চোখের শেষ প্রান্তে লাগিয়ে নিন। ব্যস্ হয়ে গেল ফক্সি আইলাইনার।

৩. রিভারর্স স্মোকি আই
রিভারর্স স্মোকি আই লুক ক্রিয়েট করার জন্য চিকন একটি আই ব্রাশ নিয়ে তাকে ব্ল্যাক আইশ্যাডো দিয়ে চিকন করে চোখের উপর, নিচে আইলাইনার দিয়ে নিন। এরপর আবার ব্রাশ নিয়ে আইলাইনারের উল্টো দিকে টেনে স্মোকি ভাব ক্রিয়েট করুন। মূলত উল্টা দিক থেকে ব্রাশ পুনরায় হালকা টেনে নেওয়ার কারণেই এই আই লুককে রিভারর্স স্মোকি আই বলে।

৪. সি উইং আইলাইনার
হুডেড আইয়ে সি উইংড আইলাইনার সবচেয়ে ভালো মানায়। সি উইং আইলাইনার লুক তৈরি করার জন্য চোখের মাঝ বরাবর থেকে একটু পেছন থেকে আইলাইনার টেনে একদম চোখের শেষ প্রান্ত থামুন। এরপর আইলাইনার নিচ থেকে টেনে চোখের ভাঁজের ওপর পর্যন্ত নিয়ে আসুন এবং উপরের আইলাইনারের দাগের সঙ্গে রেখাটি মিলিয়ে নিন। তাহলেই হয়ে গেলো সি উইং আইলাইনার ।
সানজানা রহমান যুথী/এএমপি/জেআইএম