দ্রুত মেদ ঝরাতে চাইলে রাতে পান করুন এই পানীয়
সুস্বাস্থ্য বজায় রাখা হোক কিংবা পছন্দের পোশাকে নিজেকে মানানসই দেখানো জন্য নিজেকে ফিট রাখার ইচ্ছা এখন সবারই। কেউ কেউ কড়া ডায়েট করেন, কেউ ঘণ্টার পর ঘণ্টা শরীরচর্চায় করে থাকেন। তবে আবার অনেকেই দ্রুত ফল পেতে ‘শর্টকাট’ পদ্ধতির দিকে ঝুঁকেন, যেখানে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি থেকেই যায়। তাই যদি প্রাকৃতিক উপায়ে শরীরের ক্ষতি না করে মেদ ঝরানো যায়, তাহলে সেটাই তো সবচেয়ে নিরাপদ সমাধান।
ওজন কমাতে সাহায্য করতে পারে এমন একটি পানীয় তৈরি করা যায় ঘরের সাধারণ কয়েকটি উপাদান দিয়েই। খাঁটি মধু, লেবু, দারুচিনি ও গোলমরিচ-এই চার উপাদানের সমন্বয় শরীরের বিপাকক্রিয়াকে সক্রিয় করতে সহায়ক বলে মনে করা হয়।
যারা প্রাকৃতিক উপায়ে ধীরে ও স্বাস্থ্যসম্মতভাবে ওজন কমাতে চান,তারা এই পানীয় দৈনন্দিন রুটিনে যোগ করলে ওজন কমানোর যাত্রায় বেশ সাহায্য করবে-
যেভাবে বানাবেন
একটি সসপ্যানে এক কাপ পানি ফুটিয়ে নিন। এরপর এতে এক টেবিল চামচ খাঁটি মধু, অর্ধেক লেবুর রস, এক চা চামচ দারুচিনি পাউডার ও এক চিমটি গোলমরিচ দিন। সব উপাদান ভালোভাবে মিশিয়ে ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে এই পানীয়। নিয়মিত রাতে ঘুমাতে যাওয়ার প্রায় ২০ মিনিট আগে পান করলে উপকার পাওয়া যেতে পারে।
কেন এই পানীয় কার্যকর
দারুচিনি, কালো মরিচ এবং মধু দিয়ে তৈরি একটি ভেষজ চা আপনার শরীরের বিপাক ক্রিয়া বৃদ্ধি করতে সাহায্য করতে পারে।লেবুতে থাকা ভিটামিন সি শরীরকে ডিটক্স করতে ভূমিকা রাখে। মধুতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি হজম শক্তিশালী করে এবং কোষ্ঠকাঠিন্যসহ নানা পেটের সমস্যা কমাতে উপযোগী। দারুচিনি রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং বিপাকক্রিয়া উন্নত করে। অন্যদিকে গোলমরিচ শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে, ফলে অতিরিক্ত ক্যালোরি দ্রুত খরচ হয় এবং ওজন কমানোর প্রক্রিয়া সহজ হয়।
এই পানীয় কোনো জাদু নয়, তবে নিয়মিত স্বাস্থ্যকর খাবার ও সক্রিয় জীবনযাপনের সঙ্গে এটি ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।
সূত্র: এনডিটিভি, হেলথলাইন ও অন্যান্য
আরও পড়ুন:
কুষ্ঠ রোগ সম্পর্কে যত ভুল ধারণা
কিবোর্ডে টাইপ করলে হাতে ব্যথা? হতে পারে ডিস্টোনিয়া
এসএকেওয়াই/