ভিডিও ENG
  1. Home/
  2. লাইফস্টাইল

শীতে চুলের যত্ন

প্রকাশিত: ০৬:১৭ এএম, ৩০ নভেম্বর ২০১৪

শীতে বাতাসের আদ্রতার পরিমান কমে যায়, ফলে চুল হয়ে ওঠে রুক্ষ। চুলের গোঁড়ায় দেখা দেয় খুশকি। তাই শীত এলে চুলের প্রয়োজন হয়ে পরে অতিরিক্ত পরিচর্যা। আজ আপনাদের একটা হেয়ার প্যাক এর টিপস দিবো, যা এই শীতে আপনার চুলের যত্ন নিতে সাহায্য করবে। তাহলে দেখে নিন কিভাবে বানাবেন এই হেয়ার প্যাক আর কিভাবেই বা ব্যাবহার করবেন।

হেয়ার প্যাক এর উপকরণ
আমলকীর গুঁড়া ২ চা চামচ, মেথিগুঁড়া ১ চা চামচ, ডিম ১টি কুসুমসহ, হেনা পাউডার ১ চা চামচ, মধু ১ চা চামচ, চায়ের লিকার আধা কাপ।

ব্যবহার
উপকরণ মিশিয়ে হালকা গরম অবস্থায় চুলে লাগিয়ে এক ঘণ্টা রেখে দিন। যদি আপনার ঠাণ্ডা লাগার সমস্যা থাকে, তবে ২০ মিনিট রাখতে পারেন তাতেও আপনার কাজ হয়ে যাবে। এরপর আপনার চুলের উপযোগী শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে ফেলুন। ব্যাস দেখুন কেমন ঝরঝরে চুল হয়ে যাবে আপনার।