ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

ভাদ্র মাসের ছড়া

পাকা তালের ঘ্রাণ

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:১৬ এএম, ২৫ আগস্ট ২০২৫

বিলকিস নাহার মিতু

ভাদ্র এলো পাকা তালের
মিষ্টি ঘ্রাণ নিয়ে,
হরেক রকম পিঠা-পুলি
বানাই তাল দিয়ে।

দুধের সাথে তাল মিশিয়ে
ভাত খেতে খুব স্বাদ,
তাল দিয়ে হয় তালের বড়া
যায় না দেয়া বাদ।

চারিদিকে তালের ঘ্রাণে
উঠলো ভরে মন,
ধপাস ধপাস তাল পড়ছে
কান পেতে শোন।

এসইউ/এমএস

আরও পড়ুন