বৃষ্টির মিষ্টি স্মৃতি
শেষ শ্রাবণের শান্ত ভোর
রিমঝিম বৃষ্টি বর্ষাঘোর!
বাদলের পরি মনচোর
মন নাচছে ভিজছে দোর!
ভোরের বৃষ্টি অতি মিষ্টি
শুয়ে শুনি রিমঝিমানি!
টিনের চালে সুরের তালে
মন দোলে দোল দোলানি!
স্মৃতির পাতার জমাট ধুলো
টানা বৃষ্টিতে কেটে গেলো;
সোনালি অতীত সামনে এলে
নয়ন কোণেও বর্ষা এলো!
ভারী বৃষ্টিতে খেলার স্মৃতিতে
সেরা স্মৃতি শৈশবের!
পিচ্ছিল মাঠে এক লাথিতে
গোল করার কলরবে!
ভিজছে চাতক ভিজছি আমি
কেউ ভেতরে কেউ বাইরে;
মনে পড়ে মন পুড়ে
জখম দেখার কেউ নাই রে!
বইয়ের ভেতর শুকনো পাঁপড়ি
বৃষ্টিজলে ভিজে সরসী;
মনের ভেতর সুনামীর ঢেউয়ে
ভেঙেচুরে আমি ভাসি!
কদম ফুলদানি প্রেয়সী সজনী
আজ সে দূরের নীহারিকা!
মহাবিশ্বের অসীম তলে
কোথায় খুঁজবে জগলু একা?
কত কথা জাগছে ক্ষণে
বিরহ ব্যথায় ন্যুব্জ-নুইয়ে;
বুকের জমাট বরফ গলে
তবে কি এই বর্ষা ঝরে?
বৃষ্টি আসে বৃষ্টি যায়
মনের বৃষ্টি নিত্য চলে!
বর্ষা বসন্তে নাইকো ফারাক
বৃষ্টি স্মৃতির কথা বলে!
এসইউ/জেআইএম