ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

বিলকিস নাহার মিতুর ছড়া

আশ্বিনে শিউলি ফোটে

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৩ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৫

আশ্বিনকালে গাছের শাখে
শিউলি ফোটে রাতে,
ফুল কুড়িয়ে ছোট্ট খুকি
মালা বানায় হাতে।

সাদা ফুলের সঙ্গে কমলা
রঙের মাখামাখি,
প্রাতঃবেলা শিউলি শাখে
পাখির ডাকাডাকি।

গাছের তলায় শিউলি ঝরে
বিছানা পেতে থাকে,
শিউলি ফুলের মিষ্টি সুবাস
ভেসে আসে নাকে।

এসইউ/জেআইএম

আরও পড়ুন