ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

তৌহিদুল হকের কবিতা

অবিরত নদী এবং বৃষ্টিবাজি

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১২ অক্টোবর ২০২৫

অবিরত নদী

নির্জনে, একাকিত্ব ভোগের পথশালায়
বসে অতীতের জীবনরেখায় কত
ঘটনাপঞ্জি ভেসে ওঠে
হৃদয়পটে, যেন বারোমাসি ফুল ভাসে হৃদয়ে।

অন্তরে জমা ব্যথা শব্দ হয়ে প্রচার চায়
সবাই যেতে পারে—স্মৃতির নোনাজলে
ভাসতে পারে কোনো জলরাশিতে।

তবে হৃদয়ে ভাসা মুখচ্ছবি আজও
ভাসে পুরোনো দোলে
ভাসিয়ে দিয়ে কান্নায়।

এক সৌহার্দ্য রেখে, অভিনয় করে
বাঁচার বাসনা আজও রেখে যায়
ক্ষীণ আশা—একা বসলে, নীরবতা।

মুক্তির লক্ষ্যে অবুঝ চাওয়া, সবুজ প্রকৃতি
চারপাশে কিছু অন্বেষণ
আমার দু’চোখ, অবিরত নদী।

*****

বৃষ্টিবাজি

বৃষ্টির ফোঁটায় নেচে ওঠে জলের ধারা
সজল এক প্রবাহে পড়ে যায় অঞ্জলি মতুয়া
নির্জনের কেচ্ছা, প্রিয়জনের মুখ
মুখস্থবিদ্যায় রপ্ত প্রিয় নাম
খামতি প্রয়াসের মিলনমেলা।

ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ে অপরূপ আহ্লাদ
কোলঘেঁষে অন্তরের কাছে হারিয়ে যাওয়ার
বিস্বাদ। উষ্ণতা তখনো টেনে নেয়—ভেঙে দেওয়ার সংশয়।
জীবনের নামে বৃষ্টিবাজি।
হাতের তালুতে ফর্সা রোগ—এও অবুঝ নাকি?

নিঝুম, নিঃশব্দে—কেউ ডাকে ঈশারায়, অজানায়
বেদনার কালো ঘোড়া, হঠাৎ জেগে ওঠে
রেসের নেশায়, বন্ধুত্ব সে-তো আজীবন লড়াই।

ফোঁটায় ফোঁটায় বৃষ্টি নামে অজস্র ধারায়
আকুল বেদনার পথ দেখিয়ে
হঠাৎ বিদায়।

এসইউ/এমএস

আরও পড়ুন