ভিডিও EN
  1. Home/
  2. সাহিত্য

প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছে নৃ-কথা

সাহিত্য ডেস্ক | প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১২ মার্চ ২০২৩

স্বাধীনতা অর্জনের মাসে স্মার্ট বাংলাদেশের ওপর প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছে প্রকাশনা সংস্থা ‘নৃ-কথা’। প্রতিযোগিতাটি বাংলাদেশের যে কোনো বয়সের প্রতিযোগীর জন্য উন্মুক্ত। আগ্রহীরা আগামী ২১ মার্চের মধ্যে লেখা জমা দিতে পারবেন।

নৃ-কথার প্রকাশক আশিকুর রহমান জানান, জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডপ্রাপ্ত মিলন স্মৃতি পাঠাগারের সহযোগিতায় আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ের মধ্যে রয়েছে ‘স্বাধীনতার শতবর্ষে স্বপ্নের বাংলাদেশ’, ‘সম্ভাবনার বাংলাদেশ’, ‘ডেল্টা প্ল্যান-২১০০’, ‘কেমন বাংলাদেশ চাই’ ইত্যাদি।

বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে রয়েছে- প্রথম পুরস্কার ৩০০০ টাকার সমমূল্যের বই, দ্বিতীয় পুরস্কার ২০০০ টাকার সমমূল্যের বই, তৃতীয় পুরস্কার ১০০০ টাকার সমমূল্যের বই।

আরও পড়ুন: ধ্রুব এষ আমাদের গর্ব ও প্রেরণার বাতিঘর

প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ষোলোজন পাবেন সার্টিফিকেট। বিচারকমণ্ডলী কর্তৃক মনোনীত প্রথম ষোলোজন প্রতিযোগীর সেরা প্রবন্ধ ছাপা হবে নৃ-কথার ই-ম্যাগাজিনে।

অংশগ্রহণের নিয়মাবলি
১. প্রবন্ধটি অবশ্যই বাংলা ভাষায় ও ৬০০ শব্দের মধ্যে লিখতে হবে।
২. লেখাটি পিডিএফ এবং ডক (উভয়) আকারে [email protected] মেইলে পাঠাতে হবে।
৩. কোনো লেখা হাতে হাতে, ডাকে কিংবা কুরিয়ারে গ্রহণ করা হবে না।
৪. প্রবন্ধের শেষে লেখকের নাম, পদবি, ঠিকানা, ই-মেইল ও ফোন নম্বর লিখতে হবে।
৫. প্রতিযোগিতা সংক্রান্ত যে কোনো বিষয়ে আয়োজকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

এসইউ/এমএস

আরও পড়ুন