ভিডিও ENG
  1. Home/
  2. গণমাধ্যম

ডিআরইউ'র সাবেক সভাপতি মোস্তাক হোসেনের স্মরণসভা কাল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৮

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক সভাপতি মোস্তাক হোসেনের স্মরণসভা আগামীকাল দুপুর ১২টায় সংগঠনটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

বুধবার ডিআরইউ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এছাড়া ডিআরইউ’র সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাংবাদিক নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।

ডিআরইউ’র সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ স্মরণসভায় উপস্থিত থাকার জন্য সবাইকে অনুরোধ করেছেন।

উল্লেখ্য, মোস্তাক হোসেন গত ৩ সেপ্টেম্বর রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দৈনিক ভোরের ডাকের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

এএস/জেএইচ/জেআইএম

আরও পড়ুন