ভিডিও EN
  1. Home/
  2. গণমাধ্যম

১১ বছরে পদার্পণ করলো এসএ টিভি

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২০ জানুয়ারি ২০২৩

‘সাথে আছি সবসময়’ অঙ্গীকার নিয়ে ২০১৩ সালের ১৯ জানুয়ারি যাত্রা শুরু হয় দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এসএ টিভির। প্রতিষ্ঠাবার্ষিকীর গৌরবময় সময়কে স্মরণীয় করে রাখতে এসএ টিভির পর্দায় ৩ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

দশ পেরিয়ে ১১ বছরে পদার্পণ করলো চ্যানেলটি। গত ১৯ জানুয়ারি রাত ১২টা ১ মিনিটে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন এসএ টিভির চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন পারভীন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নূর এ আলম রুবেল, উপ-ব্যবস্থাপনা পরিচালক সেলিনা আক্তার শেলী, পরিচালক শামসুল আলম পান্থ, পরিচালক সায়মা আহমেদ শান্তা, নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চন, চিফ মার্কেটিং অফিসার মনিরুল ইসলাম মনি, হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল।

এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ বলেন, ‘মানুষের আস্থা অর্জনে শতভাগ কাজ করছে এসএ টিভি। মানুষের ভালোবাসা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই। দেশের সব শ্রেণির মানুষকে নানা ঘটনার ভেতরের তথ্য, বিনোদন ও প্রয়োজনীয় সেবা দিতে গ্রাম থেকে শহরের সবখানে পাশে রয়েছে এসএ টিভি। ভবিষ্যতেও চ্যানেলটি মানুষের পাশে থাকবে।’

১৯ জানুয়ারি সকাল থেকে আমন্ত্রিত অতিথিদের আগমনে মুখর হয় এসএ টিভির মূল সম্প্রচার ভবন। দিনভর চলে এ আয়োজন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দর্শক, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানায় কর্তৃপক্ষ।

এসইউ/এএসএম

আরও পড়ুন