গাইবান্ধায় ফটো অ্যান্ড ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
গাইবান্ধা জেলায় কর্মরত ফটো ও ভিডিও সাংবাদিকদের নিয়ে ফটো অ্যান্ড ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তিন বছর মেয়াদি ১২ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
ফোকাস বাংলার কুদ্দুস আলমকে সভাপতি ও সময় টিভির ওবাইদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে শনিবার এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. ফয়সাল রহমান জনি (সাপ্তাহিক অবিরাম), শেখ হুমায়ন হক্কানী (আজকের জনগণ), সহ-সাধারণ সম্পাদক জাহিদুর ইসলাম জাহিদ (স্টার মেইল), সাংগঠনিক সম্পাদক নুর আলম আকন্দ রিপন (বাংলা ভিশন), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম বিল্লাহ (জনসংকেত), দফতর সম্পাদক ফিরোজ কবির মিলন (মোহনা টিভি), কোষাধ্যক্ষ আব্দুল হাই খাজা (দ্য ইকোমিক পোস্ট), সদস্য আতিকুর রহমান আতিক (স্বাধীন বাংলা), ময়নুল ইসলাম (চলমান জবাব), শাহাদৎ হোসেন মিশুক (ইনডিপেনডেন্ট)। এছাড়া কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে আজকালের খবরের উত্তম সরকারকে মনোনীত করা হয়েছে।
জেলায় কর্মরত সব ফটো ও ভিডিও সাংবাদিকের কাজের মান বৃদ্ধি ও পেশাগত দক্ষতা অর্জনের লক্ষে ফটো অ্যান্ড ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে।
কমিটি গঠন উপলক্ষে শনিবার দুপুরে জেলার সব ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার ফটো ও ভিডিও সাংবাদিকদের নিয়ে জেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
মো. জিল্লুর রহমান পলাশ/আরএআর/আরআইপি