সাংবাদিক নির্যাতন : সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
ফাইল ছবি
রাজধানীর শাহবাগ থানার সামনে পুলিশের হাতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে কমিটি। এদের মধ্যে চারজনের নাম জানা গেছে।
এরা হলেন- শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত পোদ্দার, আব্দুর রহমান, ইমাম আরেফীন ও বরখাস্তকৃত এএসআই এরশাদ।
তদন্ত কমিটি গতকাল সোমবার রাতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি’র রমনা অপরাধ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার।
তিনি বলেন, তদন্ত রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। তবে প্রতিবেদনে ঠিক কতজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে সে ব্যাপারে কিছু বলতে রাজি হননি তিনি।
মারুফ হোসেন বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর তা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর পাঠানো হয়েছে। এ ব্যাপারে যা বলার ডিএমপি কমিশনার ও ডিসি মিডিয়াকে জানানো হবে।
তদন্ত কমিটিতে ছিলেন রমনা বিভাগের এডিসি এডমিন নাবিদ কামাল শৈবাল, এডিসি (রমনা) আজিমুল হক ও এসি (রমনা) ইহসানুল হক।
এ ব্যাপারে রমনা বিভাগের এডিসি এডমিন নাবিদ কামাল শৈবালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতালে মারধরের শিকার হন এটিএন নিউজের রিপোর্টার কাজী এহসান বিন দিদার এবং ক্যামেরাম্যান আ. আলিম। সাংবাদিক নির্যাতনে জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবিতে শাহবাগে মানববন্ধন করেন সাংবাদিকরা।
জেইউ/জেএইচ/এমএস