বাংলানিউজের শামীমের বাবার ইন্তেকাল
বাংলানিউজের অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর শামীম হোসেন মজুমদারের বাবা আবুল হাসেম মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর।
মঙ্গলবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ফেনীর ছাগলনাইয়া শহরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ (বুধবার) বাদ জোহর মরহুমের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বিএ