তিতাস কর্মকর্তার বিরুদ্ধে দুই সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ
বণিক বার্তার সিনিয়র রিপোর্টার সাহানোয়ার সাইদ শাহীন ও স্টাফ রিপোর্টার ইমামুল হাছান আদনানকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে তিতাস কর্মকর্তার বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি হয়েছে।
জিডি নম্বর- ১৭৭৩, তারিখ ২৮/০৫/২০১৭। অভিযোগ তদন্তে তেজগাঁও থানার সাব-ইন্সপেক্টর শাহজাহান হাওলাদারকে দায়িত্ব দেয়া হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, রোববার রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বণিক বার্তার সিনিয়র রিপোর্টার সাহানোয়ার সাইদ শাহীন ও স্টাফ রিপোর্টার ইমামুল হাছান আদনান মোটরসাইকেলযোগে অফিসে প্রবেশ করছিলেন। এ সময় তিতাসের মহাব্যবস্থাপকের বহনকারী গাড়ি (ঢাকা-মেট্রো-ঘ: ১৫-৪৮৫৯) তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে এবং গাড়িচালককে গাড়ি থেকে বের করে নিয়ে আসে। পরে ওই দুই সাংবাদিক বিচারের আশায় গাড়ির কাছে গেলে ভেতর থেকে তিতাসের জিএম পরিচয় দিয়ে প্রকৌশলী রানা আকবর হায়দারী তেড়ে আসেন। তিনি সাংবাদিকসহ উপস্থিত লোকজনকে বিভিন্নভাবে দেখে নেয়ার হুমকি দিতে থাকেন। পরবর্তীতে তিতাস কার্যালয় থেকে আরও লোকজন ডেকে এনে তাদের বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেয়া হয়।
প্রাণনাশের হুমকির পরিপ্রেক্ষিতে তেজগাঁও থানায় আইনের আশ্রয় নেন ওই দুই সাংবাদিক।
এ প্রসঙ্গে সাহানোয়ার সাইদ শাহীন জাগো নিউজকে বলেন, ওই ঘটনার পর তিতাসের লোকজনকে ডেকে নিয়ে আসা হয়। তারা উল্টো আমাদের ওপর চড়াও হয়। আমাদের ঘেরাও করে প্রাণনাশের হুমকি দিতে থাকেন। এমন পরিস্থিতিতে স্থানীয়রা আমাদের সেখান থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন।
ওই ঘটনায় তীব্র নিন্দা এবং বিচার দাবি করেছেন বাংলাদেশ এগ্রিকালচার জার্নালিস্ট অ্যান্ড অ্যাক্টিভিস্ট ফেডারেশন (বিএজেএএফ) সভাপতি পূলক ঘটক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী।
তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম অভিযোগ প্রসঙ্গে বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য একজনকে দায়িত্ব দেয়া হয়েছে। নিয়মমাফিক তদন্ত হবে।
এমএ/এমএআর/জেআইএম
সর্বশেষ - গণমাধ্যম
- ১ পত্রিকা অফিসে হামলা-সাংবাদিক হেনস্তার প্রতিবাদে ডিআরইউর মানববন্ধন
- ২ ‘গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ডস’ পেলেন জাগো নিউজের মফিজুল সাদিক
- ৩ সাংবাদিকদের সম্মাননা দিতে প্রযুক্তি মন্ত্রণালয়ের আবেদন আহ্বান
- ৪ পুরস্কারপ্রাপ্ত পাঁচ সাংবাদিককে বিএআরএফের সংবর্ধনা
- ৫ মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাঈম, সম্পাদক মিসবাহ