আলতাফ মাহমুদের পরিবারের কাছে প্রধানমন্ত্রীর চেক হস্তান্তর
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সভাপতি আলতাফ মাহমুদের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী আলতাফ মাহমুদের ছেলে আসিফ মাহমুদের কাছে এ চেক হস্তান্তর করেন।
এসময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন সাধারণ সম্পাদক শাবান মাহমুদ উপস্থিতি ছিলেন ।
চেক হস্তান্তরের সময় প্রধানমন্ত্রী আলতাফ মাহমুদের চিকিৎসার খোঁজ খবর নেন ও তার আশু আরোগ্য কামনা করেন।
উল্লেখ্য, আলতাফ মাহমুদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ৩১১ নং কেবিন অধ্যাপক কনক কান্তি বড়ুয়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
এইচএস/এএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - গণমাধ্যম
- ১ নির্বাচন গ্রহণযোগ্য না হলে সামনে ‘মহাবিপদ’: এ কে আজাদ
- ২ তারেক রহমান আরও আগে ফিরলে সুবিধাজনক পরিস্থিতি তৈরি হতে পারতো
- ৩ যদি সত্য কথা শুনতে না চান, আপনি ভুল করবেন: মাহফুজ আনাম
- ৪ কার্যকর পদক্ষেপের অভাবে দেশকে অস্থিতিশীল দেখানোর অপচেষ্টা চলছে
- ৫ প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা