সাগর-রুনি হত্যা: আসামি তানভীর কারামুক্ত
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার আসামি তানভীর রহমান (৩০) কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার সকালে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে তিনি মুক্তি পান।
জানা গেছে, সাগর-রুনি খুনের ঘটনায় শেরেবাংলা থানার মামলায় ২০১২ সালের ১০ অক্টোবর গ্রেফতার হন তানভীর। পরে আদালতের মাধ্যমে তাকে ঐ বছরের ১৭ অক্টোবর ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখান থেকে তাকে ২০ অক্টোবর কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। তানভীর রুনির একজন ফেসবুক বন্ধু ছিলেন।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান জানান, উচ্চ আদালতের তার জামিনের কাগজপত্র বুধবার রাত সাড়ে সাতটার দিকে কারাগারে পৌঁছে। পরে তা যাচাই-বাছাই করে বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে তাকে মুক্তি দেয়া হয়।
সর্বশেষ - গণমাধ্যম
- ১ পত্রিকা অফিসে হামলা-সাংবাদিক হেনস্তার প্রতিবাদে ডিআরইউর মানববন্ধন
- ২ ‘গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ডস’ পেলেন জাগো নিউজের মফিজুল সাদিক
- ৩ সাংবাদিকদের সম্মাননা দিতে প্রযুক্তি মন্ত্রণালয়ের আবেদন আহ্বান
- ৪ পুরস্কারপ্রাপ্ত পাঁচ সাংবাদিককে বিএআরএফের সংবর্ধনা
- ৫ মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাঈম, সম্পাদক মিসবাহ