ফৌজদারি কার্যবিধি দ্বিতীয় সংশোধন অধ্যাদেশের খসড়ায় মতামত আহ্বান
ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ (কোড অব ক্রিমিনাল প্রসিডিওর, ১৮৯৮) সময়োপযোগী করার লক্ষ্যে ‘কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫’ শীর্ষক প্রাথমিক খসড়া প্রস্তুত করেছে আইন ও বিচার বিভাগ। প্রাথমিক খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে সর্বসাধারণের মতামত চেয়ে আইন ও বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ৭ জুলাইয়ের মধ্যে ই-মেইল ([email protected]) অথবা সিনিয়র সহকারী সচিব, বিচার শাখা-৮, আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকার ঠিকানায় খসড়ার বিষয়ে মতামত পাঠানো যাবে।
এমইউ/এমএএইচ/জেআইএম