ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পোস্টালেই প্রবাসীর ভোট, ৪৮ কোটি টাকা ব্যয় করবে ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০১ পিএম, ১০ জুলাই ২০২৫

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এবার প্রবাসী বাংলাদেশিরা অবশই ভোট দিতে পারবেন। তবে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা ভোট দিতে পারবেন। এজন্য এক প্রকল্প নেওয়া হচ্ছে। এ বিষয়ে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৮ কোটি টাকা। ভোটারপ্রতি ব্যয় হবে ৭০০ টাকা।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ তথ্য জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে আমরা একটা প্রকল্প হাতে নেবো। এই প্রকল্পের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পদ্ধতি বাস্তবায়ন করা হবে। প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে প্রাথমিকভাবে ৪৮ কোটি টাকার প্রকল্প নেওয়া হবে।

তিনি বলেন, আগের নির্বাচনে পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট না আসলেও এইবার এই পদ্ধতিতে ভোট আসবে। এখন পর্যন্ত আমরা আশাবাদি যে, বেশিরভাগ প্রবাসী ভোট দিতে পারবেন।

এমওএস/কেএসআর/জেআইএম