স্বাধীনতার পর থেকেই ফিলিস্তিনের পাশে বাংলাদেশ: ফিলিস্তিন দূতাবাস
বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই দেশটি ফিলিস্তিনের ন্যায়সঙ্গত দাবির প্রতি সবসময় সমর্থন ও সহযোগিতা করে আসছে বলে জানিয়েছে বাংলাদেশে ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাস।
জাগো নিউজে প্রকাশিত স্কলারশিপ পাওয়া ফিলিস্তিনি শিক্ষার্থীদের বাংলাদেশে আসা সংক্রান্ত এক নিউজের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৫ আগস্ট) এক সংবাদ বিবৃতি দিয়েছে দেশটির দূতাবাস।
এতে বলা বলেছে, ফিলিস্তিনি নাগরিকদের বাংলাদেশে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে—এমন অভিযোগ সত্য নয়। বরং এসব অভিযোগ দখলদার শক্তির দায় এড়াতে ব্যবহৃত হচ্ছে এবং বাংলাদেশের মতো দৃঢ় সহযোগীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।
জেপিআই/এএসএ/জিকেএস