হাটহাজারীর ইউপি চেয়ারম্যান শাহেদ আলম গ্রেফতার
মোহাম্মদ শাহেদুল আলম সাহেদ
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদুল আলম সাহেদকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে নগরীর ২নং গেট এলাকার একটি রেস্তোরাঁ থেকে পাঁচলাইশ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার শাহেদুল আলম উত্তর মাদার্শার বদিউল আলম হাট এলাকার মনসুর আলী চৌধুরী বাড়ির মোহাম্মদ সোলায়মানের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে নগরীর পাঁচলাইশ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উল্লেখিত এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ কয়েকটি মামলায় তাকে গ্রেফতার করে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান জাগো নিউজকে বলেন, শাহেদুল আলমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ কয়েকটি মামলা আছে। তাকে আমাদের একটি টিম গ্রেফতার করেছে। আমরা হাটহাজারী থানায় তাকে হস্তান্তর করবো।
এমআরএএইচ/এমকেআর