ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

সংসদ নির্বাচন: আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১১:১৬ এএম, ২০ অক্টোবর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলাবাহিনীর প্রতিনিধিদের নিয়ে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। সোমবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ মতবিনিময় সভা শুরু হয়।

ভোট প্রস্তুতির মধ্যে আইনশৃঙ্খলাবাহিনীর শীর্ষ ব্যক্তিদের নিয়ে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির প্রথম বৈঠক এটি। এতে চার নির্বাচন কমিশার, ইসি সচিব উপস্থিত আছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, মহাপুলিশ পরিদর্শক বাহারুল আলম, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ, বর্ডার গার্ড বাংলাদেশ/কোস্টগার্ড/আনসার ও ভিডিপি/ডিজিএফআই/এনএসআই/এনটিএমসি/র‍্যাব এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি)/সিআইডির প্রতিনিধি/ মহাপরিচালক উপস্থিত আছেন।

ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয়ে এই মতবিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভা হচ্ছে।

সংসদ নির্বাচন: আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠকে ইসি

রমজানের আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজন করবে সাংবিধানিক এ সংস্থাটি। এ লক্ষ্যে আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হতে পারে।

আরও পড়ুন
ধানের শীষ-দাঁড়িপাল্লা-লাঙ্গল যেভাবে প্রতীক হয়ে উঠলো
মেরুদণ্ডহীন ইসির সুষ্ঠু নির্বাচন করার যোগ্যতা নেই: হাসনাত

গেল ২৮ সেপ্টেম্বর রোববার নাগরিক সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ‘সংলাপ পর্ব’ শুরু করে ইসি।

৬ অক্টোবর গণমাধ্যম প্রতিনিধি এবং ৭ অক্টোবর নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ করেছে।

এরই মধ্যে নির্বাচন কমিশন কেন্দ্রীয়ভাবে অংশীজনের সঙ্গে সংলাপ করছে। তাতে বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ভোটের পরিবেশ ও ইসির শক্ত ভূমিকা নেওয়ার বিষয়টি উঠে এসেছে। এ ধারাবাহিক সংলাপের মধ্যে এবার আইন শৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংলাপে হতে যাচ্ছে।

এমওএস/এমআইএইচএস/এমএস