পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর সৈনিক নিহত
মোটরসাইকেলে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই একজন নিহত হন/ ছবি: সংগৃহীত
চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. নাজমুস সাকিব (৩৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহত সাকিব বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রামের বানৌজা ঈসা খান ঘাঁটির একজন সৈনিক। তিনি চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকার প্রয়াত আবু হানিফের ছেলে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে পটিয়া বাইপাসের শেয়ানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ব্যক্তির নাম মো. ইকরাম হোসেন (২৯)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে নাজমুস সাকিব ও ইকরাম হোসেন একটি মোটরসাইকেলে ঘুরতে বের হন। এ সময় পটিয়া বাইপাস এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাজমুস সাকিব মারা যান। আহত ইকরামকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় র্যাবের টহল দল।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, বাসের ধাক্কায় নৌবাহিনীর এক সৈনিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
এমআরএএইচ/এমএমকে