ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কামরাঙ্গীরচরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১২:৫৪ পিএম, ২০ অক্টোবর ২০২৫

রাজধানীর কামরাঙ্গীরচরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (পিএলসি)।

রোববার (১৯ অক্টোবর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে কামরাঙ্গীরচরের কয়েকটি অবৈধ সংযোগ চিহ্নিত করা হয়। এর মধ্যে চারটি খানাডুলি কারখানা এবং তিনটি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধভাবে গ্যাস ব্যবহারকারী এই কারখানাগুলোতে প্রতি ঘণ্টায় আনুমানিক মোট তিন হাজার ১০০ ঘনফুট গ্যাস ব্যবহার করা হচ্ছিল।

এ সময় অবৈধ গ্যাস সংযোগের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়েছে। অবৈধ গ্যাস ব্যবহারকারীদের কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় তাদের বিরুদ্ধে কোনো দণ্ড আরোপ করা সম্ভব হয়নি।

এমআরএম/জিকেএস