ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীর লালবাগে রাস্তায় পড়েছিল বৃদ্ধের মরদেহ

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ১০:০৩ পিএম, ২৪ অক্টোবর ২০২৫

রাজধানীর লালবাগের বেরিবাঁধ এলাকায় রাস্তার ওপর এক অজ্ঞাতপরিচয় (৬০) বৃদ্ধের মরদেহ পাওয়া গেছে।

পুলিশ শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নওশাদ জানান, তারা খবর পেয়ে ২৩ নম্বর ওয়ার্ডের লালবাগ বেরিবাঁধ এলাকায় গিয়ে পাকা রাস্তার ওপর ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই নওশাদ বলেন, ‘স্থানীয় লোকজনের মুখে জানতে পারি ওই বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিলেন, এলাকায় থাকতেন। আমাদের ধারণা অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডিকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় ওই ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা যাবে। মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে।’

কাজী আল-আমিন/একিউএফ