পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানাবে: আসিফ মাহমুদ
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ/ছবি জাগো নিউজ
নির্বাচনের আগে পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ।
এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, আমি নির্বাচন করবো এটা স্পষ্টভাবেই বলা যায় কিন্তু কোত্থেকে করবো, কোন দল থেকে সেটা পরবর্তী সিদ্ধান্ত। আমরা এখন একটা পর্যায়ে আছি পরের পর্যায় সবার সামনে আসবে। আর অন্য যে বিষয়ে (পদত্যাগ) প্রশ্ন করলেন সে বিষয়ে আমার কোনো কিছু বলার এখতিয়ার নেই। সেটা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না- এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ বিষয়ে আমার কোনো কিছু বলার অনুমতি নেই। এটা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে।
সম্পদের বিবরণী দাখিল করবেন কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমি সম্পদের বিবরণী আজ সকালেই দাখিল করেছি। আমার যে কূটনৈতিক পাসপোর্ট আছে, সেটাও আমি বাতিল করেছি।
আরও পড়ুন
দুই উপদেষ্টা পদত্যাগ করলে কারা আসবেন দায়িত্বে, আলোচনায় যারা
এনসিপি বা অন্য কোনো দলের সঙ্গে নির্বাচন করবেন- এ বিষয়ে উপদেষ্টা বলেন, ধোঁয়াশা রাখছি না। এ বিষয়ে আসলেই সত্যিকার অর্থে কোনো সিদ্ধান্ত হয়নি এখনো। এ বিষয়ে যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয় তাহলে সবাই জানতে পারবেন।
তিনি বলেন, ‘যে দলের কথা বললেন অবশ্যই যারা গণঅভ্যুথানে আমার সহযোগিতায় ছিলেন তারাই সেই দলটা করেছেন। আমি অনেক আগেই বলেছি যে এটা ধরে নেওয়া ঠিক হবে না যে আমি সেই দলেই যুক্ত হব বা অংশগ্রহণ করবো।’
আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকার গঠনের শুরুতেই উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। তিনি প্রথমে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরে শ্রম মন্ত্রণালয় বাদ দিয়ে তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সময় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
বর্তমানে উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা ছাড়া উপদেষ্টা রয়েছেন ২২ জন। আসিফ মাহমুদ পদত্যাগ করলে উপদেষ্টাদের সংখ্যা হবে ২১। প্রধান উপদেষ্টা পাঁচ মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে রয়েছেন। ১০ জন ছাড়া বাকি সব উপদেষ্টা একাধিক মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন।
আরএমএম/বিএ