ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ত্রাণ বৃদ্ধির দাবিতে ভালোবাসি গাইবান্ধার মানববন্ধন

প্রকাশিত: ০২:৫৭ পিএম, ০৫ আগস্ট ২০১৬

গাইবান্ধায় বন্যা কবলিত তিন লাখেরও বেশি মানুষের জন্য ত্রাণ সাহায্য বৃদ্ধি এবং এলাকার নদী ভাঙনরোধে দ্রুত ও স্থায়ী উদ্যোগ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে ঢাকাস্থ ভালোবাসি গাইবান্ধা নামে একটি সংগঠন।

শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোকছুদার রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সভাপতি গোলাম আশিক যাদু, সহ-সভাপতি মতলু মল্লিক, সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসটি শাহীন, অর্থ সম্পাদক আব্দুল কুদ্দুস, তথ্যপ্রযুক্তি সম্পাদক সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, নিবার্হী সদস্য আশরাফুল ইসলাম, রায়হানুল আকন্দসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।  

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির প্রচণ্ড চাপে জেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং গাইবান্ধা শহররক্ষা বাঁধ ভেঙে ৪ উপজেলার অন্তত ৩৫টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে ৩ লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে।

এমএএস/এমএস