ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গাজীপুরে স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ০৮:৪৩ এএম, ২৪ জানুয়ারি ২০১৫

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বিসিক শিল্প এলাকায় কাদের স্পিনিং মিলের আগুন ছয় ঘণ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। শনিবার দুপুর ২টায় ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস, কারখানার কর্মকর্তা ও শ্রমিকরা জানায়, এর আগে সকাল পৌনে ৮টায় মিলের টিনশেটের কারখনায় আগুন লাগে। পরে আগুন পাশের একটি স্টাফ কোয়ার্টারে ছড়িয়ে পড়ে।  

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের জয়দেবপুরের ৪টি, কালিয়াকৈরের ৩টি, সাভার ইপিজেডের ৩টি ও টঙ্গীর ২টিসহ মোট ১৬টি ইউনিট কাজ করেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তারুজ্জামান লিটন সত্যতা স্বীকার করে জানান, আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি।

বিএ