ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

মানিকগঞ্জে মীর কাসেমের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:৪১ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৬

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় কার্যকর করার পর মানিকগঞ্জে তার গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়েছে। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা গ্রামে শনিবার দিবাগত রাত পৌনে চারটার দিকে তাকে দাফন করা হয় বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

মীর কাসেমের জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং আইন-শৃংখলা বাহিনীর সদস্যসহ প্রায় ৪০ জন উপস্থিত ছিলেন।

শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে মীর কাসেম আলীর মৃতদেহ পৌঁছায় তার নিজ ভিটা চালা গ্রামে। রাত তিনটা দশ মিনিটে মীর কাসেম আলীর ভাতিজি জামাই আবুল হাসান জানাজার ইমামতি করেন। রাত সোয়া তিনটায় মসজিদের পাশে শুরু হয় দাফনের প্রক্রিয়া আর শেষ হয় রাত পৌনে চারটায়।

আইন শৃংখলা-বাহিনীর সদস্যরা নিরাপত্তার স্বার্থে গণমাধ্যমকর্মীদের দাফনের স্থানে যেতে দেননি। এর আগে রাত সাড়ে দশটায় মীর কাসেম আলীর স্ত্রী, দুই ছেলের স্ত্রী, দুই মেয়ে, চার ভাগ্নি ও ভাতিজাসহ ৪০ জন আত্মীয়-স্বজন দাফনের স্থলে আসেন। দাফন শেষে তারা ঢাকায় ফিরে যান।

বি.এম খোরশেদ/এআরএস

আরও পড়ুন