ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

তুরাগের কাফেলায় যেন তিল ধরার ঠাঁই নেই

প্রকাশিত: ০৪:১০ এএম, ২২ জানুয়ারি ২০১৭

দুনিয়াবি বিভেদ ভুলে সবাই যেন একই পথের পথিক। নিশানা তুরাগ তীর। লাখো মুসল্লির কাতারে শরিক হয়ে পরম করুণাময় আল্লাহর দরবারে হাত পাততে সবাই যেন পাগলপাড়া। পায়ে হেঁটেই চলছে মাইলকে মাইল। কোথা থেকে শুরু, তা ভুলে গেছেন খোদাপ্রেমী মানুষেরা। কিন্তু ভোলেনি টঙ্গির মহতি সেই কাফেলার কথা, যেখান থেকে এ বছরের শেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

রোববার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত। মোনাজাতে শরিক হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ সমাবেত হচ্ছেন রাজধানীর অদূরে টঙ্গীর তুরাগ তীরে। ঢাকা-গাজীপুরের প্রতিটি সড়ক-মহাসড়ক মিশে গেছে ইজতেমা ময়দানে। মুসল্লিরা অধীর আগ্রহ নিয়ে শরিক হচ্ছেন আজকের মোনাজাতে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব। সেই সঙ্গে সমাপ্তি ঘটবে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েতের।  

আজ বেলা সাড়ে ১১টার মধ্যে রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার বহু কাঙ্ক্ষিত আখেরি মোনাজাতে মধ্যে দিয়ে সমাপ্তি ঘটবে এবারের বিশ্ব ইজতেমার।

আখেরি মোনাজাতকে সামনে রেখে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে থাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানের পথে হেটেই পৌঁছানোর চেষ্টা করছেন রোববার সকাল থেকেই। মহাখালী, কুড়িল বিশ্বরোড থেকে শুরু করে দলবেঁধে মুসল্লিরা ছুটিছেন কাঙ্ক্ষিত আখেরি মোনাজাতে অংশ নিতে। এতে করে তুরাগের কাফেলায় যেন তিল ধারনের ঠাঁই নেই।

আখেরি মোনাজাতে অংশ নিতে খিলক্ষেত থেকে পায়ে হেঁটেই রওনা হয়েছেন এরশাদ আলী। তিনি বলেন, যান চলাচল বন্ধ থাকায় পা হেঁটেই যাচ্ছি, রাস্তায় যেখানেই মোনাজাত শুরু হবে সেখানেই মোনাজাতে অংশ নেব। হাজারে হাজার মুসল্লিরা পায়ে হেঁটেই যাচ্ছে, সবাই একসঙ্গে যাচ্ছি। মোনাজাতে অংশ নিতে যাচ্ছি বলে একটুও ক্লান্তি লাগছে না।  

দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিয়েছে ঢাকাসহ ১৭ জেলার মুসল্লি। অন্য জেলাগুলো হলো- মেহেরপুর, লালমনিরহাট, রাজবাড়ী, দিনাজপুর, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, বাগেরহাট, চাঁদপুর, পাবনা, নওগাঁ, কুষ্টিয়া, বরগুনা ও বরিশাল জেলার মুসল্লিরা।

উল্লেখ্য ১৯৬৭ সাল থেকে বিশ্ব ইজতেমা নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে। তবে ১৯৯৬ সালে একই বছর দুবার বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। স্থান সংকুলান না হওয়ায় এবং মুসল্লিদের চাপ ও দুর্ভোগ কমাতে ২০১১ সাল থেকে দুই পর্বে ইজতেমা আয়োজন করা হচ্ছে।

এএস/এএসএস/এনএফ

আরও পড়ুন