পথশিশুদের পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা হয়েছে : প্রতিমন্ত্রী
পথশিশুদের পুনর্বাসনের লক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় পথশিশু পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
সোমবার সন্ধায় জাতীয় সংসদে এম. আবদুল লতিফের (চট্রগ্রাম-১১) লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মেহের আফরোজ চুমকি বলেন, পথশিশু পুনর্বাসনের লক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় পথশিশু পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে ঢাকার ২ সিটি কর্পোরেশন এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
এই কার্যক্রমের আওতায় পথশিশুদের জন্য শেল্টার হোম প্রতিষ্ঠা করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দক্ষ জনবল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তাদেরকে প্রশিক্ষণ, উপানুষ্ঠানিক শিক্ষা, উন্মুক্ত স্কুলসহ তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমে সম্পৃক্ত করা হচ্ছে।
এসময় তিনি জানান, বর্তমান সরকার দুঃস্থ ও পথশিশুদের দক্ষ জনবল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মেয়ে শিশুদের জন্য আজিমপুর কেন্দ্র এবং ছেলে শিশুদের জন্য কেরানীগঞ্জ ও গাজীপুরে ১টি করে ৩টি কেন্দ্রসহ মোট ৬টি শিশু বিকাশ কেন্দ্র বাংলাদেশ শিশু একাডেমির মাধ্যমে পরিচালনা করছে।
এসব কেন্দ্রে দুঃস্থ সুবিধাবঞ্চিত শিশুদের খাবার ও বাসস্থানসহ লেখা-পড়া, চিকিৎসা, বিভিন্ন সাংস্কৃতিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শিশুদের দক্ষ জনবল হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানান তিনি।
এইচএস/এমআরএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নির্বাচন উপলক্ষে বিদেশি নাগরিকদের ভিসা প্রদানে নতুন নির্দেশনা
- ২ ডিএনসিসিতে ‘ইয়ুথ ফর ফেয়ার সিটি’ প্ল্যাটফর্মের যাত্রা শুরু
- ৩ ফের লাইনে লিকেজ, উত্তরা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ
- ৪ চট্টগ্রামে সিলিন্ডার গ্যাসের জন্য হাহাকার, বাড়ছে ক্ষোভ
- ৫ ভোটে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা