চৈত্রের সকালে হিম হিম ভাব
আলোকচিত্রী : আব্দুর রাজ্জাক সরকার
আসি আসি বলেও রাজধানী ঢাকাতে শীত সেভাবে জেঁকে বসতেই পারেনি। শীত শেষে বসন্তের এক মাস পেরিয়ে বৃষ্টির হাত ধরে শীতের সে ভাবটাই যেন তাই ফিরে ফিরে আসছে।
রোববার রাত থেকেই আকাশ মেঘলা ছিল রাজধানী ঢাকাতে। সোমবার সকাল থেকে শুরু হয়েছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি।
সকাল থেকেই শুরু হওয়া বৃষ্টিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে।
সকাল ৮টায় বা তারও আগে যাদের কর্মক্ষেত্রে পৌঁছাতে হয়, ভোগান্তিতে পড়তে হয়েছে তাদেরও।
বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদফতর। সোমবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের কয়েক জায়গায় বজ্র/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে।
এনএফ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ২ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৩ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৪ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত
- ৫ ক্যাপ্টেনের দক্ষতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো চট্টগ্রাম বন্দর